সমাজের রক্ষক পুলিশ। বাসিন্দাদের আপদে বিপদে তাঁদের পাশে দাঁড়ানোর দায়িত্বও মূলত সেই পুলিশ প্রশাসনের ওপরেই। অন্যদিকে আবার সাধারণ মানুষ যাতে তাঁদের সমস্যার কথা জানাতে পুলিশের কাছে নির্দিধায় আসতে পারেন সেই জন্য জনসংযোগেও বিশেষ জোর দেওয়া হয়। তাতে পুলিশের ওপর আস্থা বাড়ে বাসিন্দাদের। এবার পুলিশের ওপর আস্থা রাখার তেমনই একটি ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় (Social Media)।
অন্ধ্রপ্রদেশ পুলিশ সম্প্রতি ট্যুইটারে (Twitter) একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে প্রাথমিক স্কুলের দুটি শিশুকে থানায় গিয়ে নিজেদের সমস্যার কথা বলতে দেখা যাচ্ছে। সেখানে শিশুদুটিকে নিজেদের পেনসিল সংক্রান্ত সমস্যা নিয়ে কথা বলতে ও অভিযোগ জানাতে দেখা যাচ্ছে। ভিডিওটি কুরনুল জেলার পেডাকাডুবুরু থানার।
ভিডিওতে আরও দেখা যাচ্ছে, দুই শিশুর সঙ্গে কথা বলার পর তাদের মধ্যে আবারও মিলমিশ করিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে ভিডিওটি (Video)। ক্লিপিংটি দেখে ফেলেছেন ৩৬ হাজারেরও বেশি ইউজার।