Viral Bull Attack: মিছিলে ঢুকে যাকে পারল গুঁতিয়ে দিল ক্ষ্যাপা ষাঁড়! ভাইরাল VIDEO

উত্তরপ্রদেশের সম্বলের জনপ্রিয় 'চেহালুম' অনুষ্ঠান। হাজার হাজার মানুষের ভিড়। হঠাৎ শুরু হল হুড়োহুড়ি। ভিড়ের মাঝেই কোথা থেকে ঢুকে পড়ল একটি ক্ষিপ্ত ষাঁড়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অনেকেই ষাঁড়ের গুঁতোয় আহত হয়েছেন।

Advertisement
মিছিলে ঢুকে যাকে পারল গুঁতিয়ে দিল ক্ষ্যাপা ষাঁড়! ভাইরাল VIDEOভাইরাল ভিডিওর স্ক্রিনশট।
হাইলাইটস
  • উত্তরপ্রদেশের সম্বলের জনপ্রিয় 'চেহালুম' অনুষ্ঠান।
  • হঠাৎ শুরু হল হুড়োহুড়ি।
  • ভিড়ের মাঝেই কোথা থেকে ঢুকে পড়ল একটি ক্ষিপ্ত ষাঁড়।

উত্তরপ্রদেশের সম্বলের জনপ্রিয় 'চেহালুম' অনুষ্ঠান। হাজার হাজার মানুষের ভিড়। হঠাৎ শুরু হল হুড়োহুড়ি। ভিড়ের মাঝেই কোথা থেকে ঢুকে পড়ল একটি ক্ষিপ্ত ষাঁড়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অনেকেই ষাঁড়ের গুঁতোয় আহত হয়েছেন। আবার অনেকে ছুটে পালাতে গিয়ে পদপিষ্ট হন। ৬ জন রীতিমতো আহত হন। ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে ষাঁড়টি ভিড়ের মধ্যে ঢুকে পড়েছে। মানুষ প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি করছে। গত শুক্রবার সন্ধ্যায়, সম্বলে এই পদযাত্রা হচ্ছিল। মিছিল নাখাসা থানা এলাকার নাখাসা মোড়ের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কোথা থেকে একটি দশাসই চেহারার ষাঁড় মিছিলের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এর পর ষাঁড়টি উন্মত্ত হিয়ে দৌড়াতে শুরু করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে দেখে পুলিশ কর্মীরাও প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে।

ভিড়ের মধ্যে ঢুকে পড়ার পর ষাঁড়টি অনেককেই তুলে নিয়ে রীতিমতো আছাড় মারতে শুরু করে। ফলে অনেকেই প্রাণ বাঁচাতে দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটাছুটি শুরু করেন। এদিকে, সেখানে উপস্থিত পুলিশ আধিকারিকরাও ঘটনার আকষ্মিকতায় ঘাবড়ে যান। সব মিলিয়ে রীতিমতো পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। ষাঁড়ের হামলায় ৬ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তাঁদের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পাওয়া মাত্রই সিও অলোক ভাটিও আহতদের দেখতে বেসরকারি হাসপাতালে পৌঁছান। তিনি গোটা বিষয়টি নিয়ে খোঁজখবর নেন। ষাঁড়টি কোথা থেকে এল, কীভাবে এমন আক্রমণাত্মক হয়ে উঠল, তা জানার চেষ্টা চলছে। 

POST A COMMENT
Advertisement