তিনি ভিক্ষে করতে চান না। চান না কারও মুখাপেক্ষি থেকে জীবন-যাপন করতে। তাই রিক্সা চালান। তাও নাকে অক্সিজেনের নল নিয়ে। এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবি দেখে নেটিজেনদের চোখে জল। সেই ব্যক্তির এমন অদম্য সাহসকে কুর্নিশ জানাচ্ছেন সবাই।
ঘটনা বাংলাদেশের রাজশাহী নগরের। সেখানকার কলাবাগানের বাসিন্দা মাইনুজ্জামান ওরফে সেন্টুবাবু। গত ৫ বছর ধরে ফুসফুসের সমস্যায় ভুগছেন। শ্বাসকষ্ট হয়। অক্সিজেন ছাড়া চলতে পারেন না। দুই ছেলে ও মেয়ে থাকলেও তাঁরা বিবাহিত। অন্য সংসার রয়েছে। এখন স্ত্রী চম্পাকে নিয়ে বসবাস করেন সেন্টুবাবু। রিক্সার মধ্যেই অক্সিজেন সিলিন্ডার রাখার জায়গা করে নিয়েছেন তিনি। সেখানেই থাকে সেই অক্সিজেন স্ট্যান্ড। সেখান থেকে বেরিয়ে আসা নল নাকে নিয়েই তিনি রিক্সা চালান।
আরও পড়ুন : অফিস আসলেও এই কারণে 'অনুপস্থিত' করা হবে সরকারি কর্মীদের, নির্দেশিকা রাজ্যের
এত কষ্টের মধ্যেও ভিক্ষে করতে বা কারও কাছে হাত পেতে সংসার চালাতে নারাজ সেন্টুবাবু। তাঁর সাফ কথা, 'ভিক্ষে করব না। হাত-পা আছে। যতদিন পারব, খেটেখুটে সংসার চালাব।'
যদিও শারীরিকভাবে মোটেই ভালো নেই সেন্টুবাবু। বাংলাদেশের এক সংবাদপত্রকে তিনি জানান, বছর পাঁচেক আগে ঋণ নিয়ে ৮০ হাজার টাকা দিয়ে একটি রিক্সা কিনেছিলেন তিনি। পরে সেটি চুরি হয়ে যায়। পরে আবার ৮০ হাজার টাকা ঋণ নিয়ে আর একটি রিক্সা কেনেন। সেটাই চালাচ্ছিলেন তিনি। সেন্টুবাবু জানান, সেই ঋণ শোধ করার পাশাপাশি তাঁরকে অক্সিজেন সিলিন্ডারের খরচও বহন করতে হয়। সিলিন্ডারও লাগে। খরচ প্রায় ৬০০ টাকা। প্রতিদিন।
এ পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু, গত কয়েকদিনে শাররীক অবস্থার অবনতি হয় ওই রিক্সা চালকের। জানা গেছে, গত ২ সপ্তাহ ধরে এক হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাঁর লাগবে কনটেনটারোর নামের একটি অক্সিজেন তৈরির মাস্কের মতো মেশিন। যার দাম প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা। সেই টাকা কোথা থেকে পাবেন, তা ভেবেও ঠিক করতে পারছেন না ওই রিক্সাচালক।
এদিকে সেন্টুবাবুর এই মনোবল দেখে অবাক নেটিজেনরা। একজন লিখেছেন, 'স্যার আপনাকে কুর্নিশ। আপনি সবার অনুপ্ররণা।' আর একজন লিখেছেন, 'আমরা কত বিলাসবহুল জীবন যাপন করি। কিন্তু সেন্টুবাবুর মতো মানুষরা আমাদের চোখ খুলে দেয়।'