Viral News: ইউটিউবে ৩ লক্ষ সাবস্ক্রাইবার,বাঙালি সিকিউরিটি গার্ডের 'সিক্রেট লাইফ' ভাইরাল

রাতারাতি ভাইরাল এক বাঙালি সিকিউরিটি গার্ড। অফিসে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করেও তাঁর ইউটউবে রয়েছে ৩ লক্ষেরও বেশ সাবস্ক্রাইবার। কেসটা কী?

Advertisement
 ইউটিউবে ৩ লক্ষ সাবস্ক্রাইবার,বাঙালি সিকিউরিটি গার্ডের 'সিক্রেট লাইফ' ভাইরালভাইরাল সিকিউরিটি গার্ড
হাইলাইটস
  • ইউটিউবে ৩ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার
  • রাতারাতি ভাইরাল অফিসের সিকিউরিটি গার্ড
  • লকডাউনে শখে ভিডিও করেছিলেন এই বাঙালি যুবক

ইউটিউব চ্যানেলে ৩ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার। আর পেশায় অফিসের নিরাপত্তা কর্মী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাঙালি ইউটিউবার সিকিউরিটি গার্ড।

জানা গিয়েছে, এই ইউটিউবার যে অফিসে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন, সেখানে কর্মরত অপর এক ব্যক্তির সোশ্যাল মিডিয়ায় তাঁর কাহিনি ভাইরাল করেছেন। সকলের সামনে তুলে ধরেছেন এই সাধারণ নিরাপত্তাকর্মীর জীবন। জানিয়েছেন কীভাবে ইউটিউবে ৩ লক্ষ সাবস্ক্রাইবার জুটিয়েছেন। 

সিকিউরিটি গার্ডের সিক্রেট লাইফ ভাইরাল
হরিশ উদয় কুমার নামে এক ব্যক্তি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। শেয়ার করেন, তাঁর অফিসে কর্মরত সিকিউরিটি গার্ডের ইউটিউব চ্যানেলে রয়েছে ৩ লক্ষ সাবস্ক্রাইবার। তিনি একজন সফল ইউটিউবার। মুহূর্তের মধ্যে সেই পোস্ট ভাইরাল হয়েছে। নেটিজেনরা প্রতিক্রিয়ায় ভরিয়ে দিয়েছেন। ফলে রাতারাতি ভাইরাল হয়েছে ওই বাঙালি সিকিউরিটি গার্ডের সিক্রেট লাইফ। 

বাঙালি সিকিউরিটি গার্ডের কমেডি
এক্স হ্যান্ডলের ওই পোস্টে উদয় কুমার বলেন, 'সম্প্রতি আমি সিকিউরিটি গার্ডের সিক্রেট লাইফ এবং তাঁর ইউটিউব চ্যানেল সম্পর্কে জানতে পারলাম। বাঙালি এই নিরাপত্তা কর্মী কোভিড লকডাউনের সময়ে মাত্র ১৪ বছরের নাবালকছিল। সে সময়ে ইউটিউবে নিজের সফর শুরু করেছিল।' ইউটিউব ভিডিও তৈরি করা এই নিরাপত্তা কর্মীর শখ ছিল। কিন্তু শখ থেকে করা ভিডিওই তাঁকে জনপ্রিয়তা এনে দেয়। ফলে রাতারাতি অফিসের মধ্যেই সে এক ইন্টারনেট স্টার হয়ে উঠেছে। নিজের পোস্টে উদয় কুমার এই ব্যক্তির উচ্ছ্বসিত প্রশংসা করে তাঁকে উদ্যোগপতি বলেই উল্লেখ করেছেন। তাঁর কমেডি কন্টেন্ট সকলকে শেয়ার করার জন্যও আর্জি জানিয়েছেন তিনি। 

এই বাঙালি নিরাপত্তা কর্মীর ইউটিউব চ্যানেলটির নাম 'Karimganj ualtimedia'। সেখানে তাঁর করা ৮৯টি ভিডিও রয়েছে। সাবস্ক্রাইবারের সংখ্যা ৩ লক্ষেরও বেশি। 

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও বাঙালি এই সিকিউরিটি গার্ডকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কেউ বলছেন, 'অপ্রত্যাশিত ভাবেই সর্বদা প্রতিভার জন্ম হয়।' আবার কারও কথায়, 'পূর্ণ সময়ের জন্য এই ইউটিউব চ্যানেল চালিয়ে নিয়ে যাওয়া উচিত।' 


 

Advertisement

 

POST A COMMENT
Advertisement