আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বুদবুদ বাইপাসে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, নো-এন্ট্রির সময় ১৯ নম্বর জাতীয় সড়কের কলকাতামুখী রাস্তায় এক লরি আটকান সিভিক ভলান্টিয়ার। এরপর লরি চালকের কাছ থেকে টাকা দাবি করা হয় বলে অভিযোগ। চালক টাকা দিতে অস্বীকার করলে ওই ভলান্টিয়ার তাঁকে বেধড়ক মারধর করেন। এমনকি লরি চালকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।
ঘটনার জেরে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। আহত চালক ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে জুতো খুলে সিভিক ভলান্টিয়ারকে মারধর করেন। মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত হন অন্যান্য লরি চালকরাও। তাঁদের উপস্থিতিতে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তাঁরা কোনও পদক্ষেপ নেননি, বরং নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। এর ফলে জাতীয় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
এদিকে, পথচলতি সাধারণ মানুষ পুরো ঘটনাটি মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও। ভিডিওটি সামনে আসতেই নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহলে। প্রকাশ্যে আইনরক্ষকের ভূমিকা প্রশ্নের মুখে পড়ে।
ঘটনা নিয়ে রাজনীতিও গরম। বিজেপি নেতা রমন শর্মা কড়া সুরে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “রাজ্যে অরাজকতা চলছে। এই ঘটনাই প্রমাণ করছে পশ্চিমবঙ্গে কোনও আইন-শৃঙ্খলা নেই। না মানুষ পুলিশকে মানছে, আর না পুলিশ জনগণকে নিরাপত্তা দিতে সফল হচ্ছে। তাই আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী ও গৃহমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।”
এই ঘটনার পর বুদবুদ বাইপাস ও জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। ভিডিও ভাইরাল হতেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আরও তীব্র হয়েছে।
সংবাদদাতা: অনিল গিরি