scorecardresearch
 

Aiburo Bhat In Train: বনগাঁ লোকালে যুবকের আইবুড়ো ভাত, ১২ পদের মেনু, এলাহি ব্যাপার, VIDEO VIRAL

বাড়ির মতোই লোকাল ট্রেনে আইবুড়ো ভাত খেলেন এক যুবক। সৌজন্যে তাঁরই সহযাত্রীরা। গায়ে পাঞ্জাবি,মাথায় টোপর, চারিদিকে ফুল ও বেলুনের সাজ, আর পাতে লোভনীয় সব পদ।

Advertisement
বনগাঁ লোকালে যুবকের আইবুড়ো ভাত, ১২ পদের মেনু, এলাহি ব্যাপার, VIDEO VIRAL বনগাঁ লোকালে যুবকের আইবুড়ো ভাত, ১২ পদের মেনু, এলাহি ব্যাপার, VIDEO VIRAL
হাইলাইটস
  • জানুয়ারিতেই বিয়ে করছেন বনগাঁর নতুন গ্রামের বাসিন্দা শুভেন্দু চক্রবর্তী
  • পাত্রী কাঁচরাপাড়ার বাসিন্দা

বাড়ির মতোই লোকাল ট্রেনে আইবুড়ো ভাত খেলেন এক যুবক। সৌজন্যে তাঁরই সহযাত্রীরা। গায়ে পাঞ্জাবি,মাথায় টোপর, চারিদিকে ফুল ও বেলুনের সাজ, আর পাতে লোভনীয় সব পদ। বাদ যায়নি কিছুই। আর সেই আইবুড়ো ভাতের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভাইরাল।

জানুয়ারিতেই বিয়ে করছেন বনগাঁর নতুন গ্রামের বাসিন্দা শুভেন্দু চক্রবর্তী। পাত্রী কাঁচরাপাড়ার বাসিন্দা। শুভেন্দু রেলে চাকরি করেন। অফিসে যাওয়ার জন্য সকাল ৮টা ৮-এর বনগাঁ-শিয়ালদা লোকালের আট নম্বর কামরাতে ওঠেন তিনি। নিত্যযাত্রীদের কাছে লোকাল ট্রেন অনেকটা বাড়ির মতোই। অফিসে যেতে-আসতে অনেকটা সময় কাটে এখানেই। আসা ও যাওয়ার মাঝে এই সময়ে অনেক সম্পর্ক গড়ে ওঠে। সহযাত্রীরা একসময় বন্ধু হয়ে ওঠেন।

সেই সম্পর্কের কারণে শুভেন্দুর আইবুড়ো ভাতের আয়োজন। সবাই ঠিক করেন শুভেন্দুকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। যেমন ভাবা তেমনি কাজ। সব আয়োজন রেডি। ৮টা ৮-এর বনগাঁ-শিয়ালদা লোকাল অনেক আগেই চলে আসে প্ল্যাটফর্মে। আধ ঘণ্টা সময় হাতে পেয়েই সুযোগ কাজে লাগান শুভেন্দুর সহযাত্রীরা। গাঁদা, রজনীগন্ধার মালা, বেলুন দিয়ে সেজে উঠেছিল ট্রেনের কামরা। সেখানেই শুভেন্দুকে পাঞ্জাবি ও টোপর পরিয়ে আইবুড়ো ভাত খাওয়ানো হয়। মেনুতে ছিল সাদা ভাত, পাঁচ রকম ভাজা, কচু শাক, মাছের মাথা, চিংড়ি মাছের মালাইকারি, পমফ্রেট মাছা, মাটন কষা, চাটনি, পাপড়, মিষ্টি, পান। সহযাত্রীরা হবু বরকে শুভেচ্ছা জানিয়ে ফুলও হাতে তুলে দেন।

Advertisement
Advertisement