ভাইরাল এই ট্রেন্ডের নেপথ্যে কী কেস? আদিত্য ধরের 'ধুরন্ধর' ছবিটি বক্স অফিস কাঁপাচ্ছে গত ২ সপ্তাহ ধরে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই সিনেমার উন্মাদনা এখনও চলছে। বাহরাইনের ব়্যাপার ফ্লিপ্পেরাচির গাওয়া আরবি ট্র্যাক 'FA9LA'-এর সঙ্গে অক্ষয় খান্নার নাচের দৃশ্যটি তুমুল ভাইরাল। কিছুদিন এই গান নিয়ে চলে রিল। এবার ট্রেন্ডে '1st Day As A Spy In India'। একের পর এক ভিডিও সামনে এসেছে যেখানে নেটিজেনরাই স্পাই সেজে পাকিস্তানে প্রথম দিন গেলে কেমন কাটবে দিনটা, তা দেখিয়েছেন। কেসটা কী?
'1st Day in Pakistan as a Spy' কেন ভাইরাল এই ট্রেন্ড?
করাচির কাছে অপরাধী এবং আন্ডারওয়ার্ল্ডের দুনিয়ায় অনুপ্রবেশকারী এক সিক্রেট এজেন্টের ভূমিকায় 'ধুরন্ধর' সিনেমায় অভিনয় করেছেন রণবীর সিং। তাঁর চরিত্রের নাম 'হামজা আলি মাজারি'। সেই চরিত্রের দ্বারা অনুপ্রাণিত হয়ে নেটিজেনরা এখন পাকিস্তান গুপ্তচর হিসেবে তাদের প্রথম দিন কেমন কাটতে পারে তা নিয়ে মজার রিল বানাচ্ছে।
রণবীর সিং একজন সিক্রেট এজেন্টের চরিত্রে দুর্দান্ত অভিনয় করে মন জয় করেছেন দর্শকদের। ছবিতে দেখা গিয়েছে, পাকিস্তানের লিয়ারিতে অক্ষয় খান্না ওরফে 'রহমান ডাকাইত'-এর গ্যাংয়ের সঙ্গে চুপচাপ মিশে গিয়েছেন। ফলে তাঁকে অনুকরণ করে সকলেই দেখাচ্ছেন, পাকিস্তানে সিক্রেট এজেন্ট হিসেবে গেলে প্রথম দিন ঠিক কী করা উচিত?
মজার রিলগুলিতে দেখা যাচ্ছে, বাংলা থেকে যে ব্যক্তিরাই পাকিস্তানে সিক্রেট এজেন্ট হিসেবে গিয়েছেন, প্রথম দিনই কোনও না কোনও ব্লান্ডারে ধরা পড়ে যাচ্ছেন। এক কথাতেই ধরা পড়ে যাচ্ছেন তাঁরা।
রিলে ছয়লাপ নেটপাড়া
এজেন্টরূপী নেটিজেনদে প্রশ্ন করা হচ্ছে, 'কহা সে আয়ে হো জনাব?' 'নাম ক্যায় হ্যায়?'। এই প্রশ্নগুলির যথাযথ উত্তর দিলেও হোঁচট খাচ্ছেন পরের ধাপে। এক মজার রিলে দেখা গিয়েছে, এক এজেন্টরূপী নেটিজেনকে প্রশ্ন করা হয়েছে, 'আপ বিরিয়ানি কিউ নহি খা রহে হো?' মুখ ফসকে ওই স্পাই বলে ফেলছেন, 'নহি নহি চাচা, মঙ্গলবার কো ম্যায় নন ভেজ নহি খাতা'। ব্যস, আর যায় কোথায়। খুলে পড়েছে স্পাই সেজে থাকা নেটিজেনের ছদ্মবেশ।
আরও একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একজন আন্ডারকভার এজন্ট একজন পাক গ্যাংস্টারকে নিজের নম্বর দিলেন। তিনি যখন ফোন করলেন তখন এই স্পাইয়ের মোবাইলে বেজে উঠল হনুমান চালিশার রিংটোন। ব্যস, ধরা পড়ে গেলেন তিনি। আবার একটি ভিডিওতে দেখা গিয়েছে, পাকিস্তানে বসে একজন ভারতী স্পাই চা খাওয়ার পর ঢেঁকুর তোলেন এবং অভ্যাসবশত বলে ওঠেন 'হরি ওম'। মজার এই রিলগুলিতে ছেয়ে গিয়েছে নেটপাড়া।