একরত্তিকে দেখেই উৎফুল্ল বাবা, স্ত্রীকে স্নেহের ছোঁয়া জিরাফের, Viral Video

ট্যুইটারে ইতিমধ্যেই ১ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে ভিডিওটির। জিরাফের এই মিষ্টি পরিবারকে দেখে আনন্দ পেয়েছেন নেটিজেনরা। সন্তানের পাশাপাশি মা জিরাফের প্রতি বাবা জিরাফের ভালবাসাও নজর কেড়েছে ইউজারদের। 

Advertisement
একরত্তিকে দেখেই উৎফুল্ল বাবা, স্ত্রীকে স্নেহের ছোঁয়া জিরাফের, Viral Videoভাইরাল ভিডিওর স্ক্রিনশট
হাইলাইটস
  • শাবকের সঙ্গে প্রথম দেখা বাবা জিরাফের
  • উপস্থিত মা জিরাফও
  • পুরনো ভিডিও ভাইরাল

সদ্যোজাত শাবককে দেখতে এল বাবা জিরাফ। আর সেই মুহূর্তই ধরা পড়ল ক্যামেরায়। পুরনো এই ভিডিও ট্যুইটারে শেয়ার হতেই ভাইরাল (Viral)। দেখে বিভিন্ন কমেন্টও দিয়েছেন নেটিজেনরা। 

ভিডিও আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা চিড়িয়াখানার। তাতে দেখা যাচ্ছ খাঁচার মধ্যে রাখা সদ্যোজাত শাবককে দেখতে এসেছে বাবা জিরাফ। আর খাঁচার মধ্যে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট ছানাটি। এরপর মা জিরাফের কাছে নিজের মুখ নিয়ে যাচ্ছে বাবা জিরাফটি। 

সোশ্যাল মিডিয়ায় (Social Media) মাঝেমধ্যই প্রাণীদের বিভিন্ন ভিডিও ভাইরাল হয়ে। তেমনই এই ভিডিওটিও (Video) শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে। 

ট্যুইটারে ইতিমধ্যেই ১ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে ভিডিওটির। জিরাফের এই মিষ্টি পরিবারকে দেখে আনন্দ পেয়েছেন নেটিজেনরা। সন্তানের পাশাপাশি মা জিরাফের প্রতি বাবা জিরাফের ভালবাসাও নজর কেড়েছে ইউজারদের। 

আরও পড়ুনরোজ মদ খেয়েও ১১৩ বছর বেঁচে ইনি, গিনেস বুকে নাম, সিক্রেট কী?

 

POST A COMMENT
Advertisement