আমেরিকায় এমন গ্রামের খোঁজ পাওয়া গিয়েছে যেখানে জনসংখ্যার অর্ধেকের বেশি যৌন অপরাধের সঙ্গে যুক্ত। এই গ্রামটি বিশেষত এই ধরনের মানুষদের জন্যই গড়ে তোলা হয়েছে। তবে অবশ্য গুরুতর যৌন অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এখানে রাখা হয় না। এই গ্রামে তেমন মানুষদেরই রাখা হয়েছে যারা যৌন অপরাধের সাজা কেটেছে এবং sex offenders-এর তলিকায় তাদের নাম সামিল করা হয়েছে।
২০০ মানুষের জনসংখ্যা বিশিষ্ট এই গ্রামটি ফ্লোরিডার দক্ষিণে অবস্থিত। আর সবচেয়ে বড় কথা, এই গ্রামে পরিবার ও শিশুদের নিয়েও বসবাস করে মানুষজন। ২০০৯ সালে গ্রামটি গড়ে তোলা হয়। এর প্রধান উদ্দেশ্যই হল যৌন অপরাধের সঙ্গে ব্যক্তিরা যাতে সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে।
ফ্লোরিডা রাজ্যের আইন অনুসারে, যৌন অপরাধীরা স্কুল, পার্ক বা খেলার মাঠের এক হাজার ফুটের মধ্যে থাকতে পারে না। এক রিপোর্টে বলা হয়েছে, হিংসার সঙ্গে যুক্ত অপরাধী বা সিরিয়াল ক্রিমিনালদের এই গ্রামে থাকতে দেওয়া হয় না। পাশাপাশি শিশুদের যৌন নির্যাতনের মামলায় যারা দোষী সাব্যস্ত হয়েছে তারাও এই গ্রামে প্রবেশ করতে পারে না।
তবে গ্রামের কিছু মানুষ তাদের মধ্যে যৌন অপরাধীদের উপস্থিতিকে সমস্যা বলে মনে করেন। লিন্ডা নমে এম মহিলা জানাচ্ছেন, শুরুতে তিনি রেগে গিয়েছিলেন। পরে অবশ্য তিনি কিছু অপরাধীর আচরণে পরিবর্তনও লক্ষ্য করেছেন।
আরও পড়ুন - নদীর জল শুকিয়ে যেতেই আস্ত গ্রাম, অবাক বিশ্ব