ভাইরাল অভিনেত্রী আচমকাই এক্স হ্যান্ডলে ট্রেন্ডিং মারাঠি অভিনেত্রী গিরিজা ওক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর একটি ইন্টারভিউয়ের অংশ। যেখানে তাঁরে একটি নীল শাড়িতে দেখা গিয়েছে। কেন আচমকা এই শাড়ির প্রতি আকৃষ্ট হচ্ছেন সকলে? কেসটা কী?
নেটপাড়ায় কী নিয়ে হইচই?
মারাঠি সিনেমার এই অভিনেত্রী মহারাষ্ট্রের সীমানার বাইরে খুব একটা জনপ্রিয় মুখ নন। গিরিজা ওকের সিনেমার দর্শক ভাষাগত কারণেই লিমিটেড। তা সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে এত হইচই চলছে কেন? রাতারাতি তিনি গোটা দেশেই ট্রেন্ডিং হয়ে উঠেছেন। তাঁর সাধারণ, মার্জিত এবং রুচিপূর্ণ সাজপোশাক নিয়ে চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়।
কেন ভাইরাল গিরিজা ওক?
ইন্ডিয়া টুডে-র সিস্টার কনসার্ন লাল্লনটপ-কে সম্প্রতি একটি ইন্টারভিউ দিয়েছেন গিরিজা ওক। যেখানে ক্লাসরুমের মধ্যে নিজের পদার্থবিদ্যার অধ্যাপককে নিয়ে স্কুলজীবনের একটি কাহিনি শুনিয়েছেন দর্শকদের। তিনি বলেন, 'ওই অধ্যাপক আমায় প্রশ্ন করেছিলেন, বেবস কী? আমি প্রথমটায় হকচকিয়ে গিয়েছিলাম। পাশে বসা সহপাঠীর দিকে তাকাচ্ছিলাম। বুঝতেই পারছিলাম না স্যর কেন এমন প্রশ্ন করছেন। পর পর অনেক ক্লাসমেটকেই জিজ্ঞাসা করেছিলেন স্যর। সকলেই হাঁ করে তাকিয়েছিল ওঁর দিকে চেয়ে। পরে বুঝলাম উনি আমায় বেবস নয় ওয়েভস কী, তা ব্যাখ্যা করতে বলেছিলেন।' আদতে ওই স্যরের উচ্চারণগত সমস্যার কারণেই সম্ভবত গিরিজা ওক বা তাঁর সহপাঠীরা সে সময়ে বিষয়টি বুঝতে পারেননি বলে বলতে চলেছে অভিনেত্রী।
তাঁর এই ক্লিপ ভাইরাল হয়ে যায় মুহূর্তে। সকলেরই মোবাইল স্ক্রিনে ঘুরতে থাকে গিরিজা ওকের স্কুলজীবনের এই কাহিনি। তারপরই অজস্র ফোন পেতে শুরু করেন তিনি।
পরবর্তীতে হিন্দুস্তান টাইমসে দেওয়া একটি ইন্টারভিউতে গিরিজা ওক বলেন, 'আমি অবাক হয়ে গিয়েছিলাম। এক রবিবার সন্ধ্যা থেকে আমার ফোনে কল, মেসেজ উপচে পড়ছিল। নাটকের জন্য রিহার্সালে ছিলাম আমি, তাই কারও ফোনই ধরতে পারিনি। সকলেই আমায় মেসেজ করতে শুরু করেছিলেন। সকলেই প্রশ্ন করছিলেন আমি এক্স হ্যান্ডল দেখেছি কি না।'
গিরিজা ওক আরও বলেন, 'কেউ এক্স হ্যান্ডলে প্রশ্ন করেছেন, ওই ক্লিপে আমি ছিলাম না অভিনেত্রী প্রিয়া বাপট। আমার দেওর বলল, আমার ছবি নিয়ে ভাবি লাভার নামে নানা নিম্নমানের অ্যাকাউন্ট থেকেও পোস্ট করা হচ্ছে। কেউ কেউ আমার যৌনগন্ধিমূলক কমেন্ট করেছে। তবে আমার মারাঠি ফ্যানেরা বলেছেন, ওরা আমার বহুদিন ধরে চেনেন, দুনিয়া এখন চিনছে।'
শাহরুখের সিনেমায় অভিনয়
উল্লেখ্য, শাহরুখ খানের 'জওয়ান' সিনেমায় অভিনয় করেছেন গিরিজা। তিনি বলছেন, 'ট্রেন্ড আজ আছে, কাল নেই। তবে আমাদের কাজ থেকে যাবে। মানুষ যদি এখন আমা কাজ চিনতে শুরু করে থাকে তাহলে আনন্দই পাব।' মারাঠির পাশাপাশি হিন্দি, কন্নড় ছবিতেও কাজ করেছেন এই অভিনেত্রী। তাঁর পোর্টফোলিওতে রয়েছে 'তারে জমিন পর', 'শোর ইন দ্য সিটি'-র মতো সিনেমাও। ১৯৮৭ সালের ২৭ ডিসেম্বর মহারাষ্ট্রের নাগপুরে জন্ম অভিনেত্রীর। পরিচালক সুহরুদ গোদবলের সঙ্গে ২০১০ সালে বিয়ে হয় তাঁর। জনপ্রিয় অভিনেতা গিরিশ ওকের কন্যা তিনি। মুম্বইয়ের ঠাকুর কলেজ অফ সায়েন্স অ্যান্ড কমার্স থেকে বিজনেস ম্যানেজমেন্ট করেছেন তিনি। নাটকের মাধ্যমেই অভিনয়ে হাতেখড়ি তাঁর।