Rail GK Facts: ট্রেনের শেষ বগির পিছনে X চিহ্ন থাকে কেন? ব্যাখ্যা দিল রেল মন্ত্রক

Indian Railways Fun Facts: ট্রেনে মোটামুটি সবাই নিয়মিত যাতায়াত করেন। কিন্তু এই ট্রেন, তথা ভারতীয় রেলের বিভিন্ন তথ্য অনেকেরই অজানা। বিশ্বের সবচেয়ে বড় পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম ভারতীয় রেল। অথচ ভেবে দেখুন, আমরা এই বিষয়ে সেভাবে গভীরে ভেবেও দেখি না।

Advertisement
ট্রেনের শেষ বগির পিছনে X চিহ্ন থাকে কেন? ব্যাখ্যা দিল রেল মন্ত্রকঅনেকেই আসল কারণটা জানেন না।
হাইলাইটস
  •  ট্রেনে মোটামুটি সবাই নিয়মিত যাতায়াত করেন।
  • কিন্তু এই ট্রেন, তথা ভারতীয় রেলের বিভিন্ন তথ্য অনেকেরই অজানা।
  • বিশ্বের সবচেয়ে বড় পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম ভারতীয় রেল।

Indian Railways Fun Facts: ট্রেনে মোটামুটি সবাই নিয়মিত যাতায়াত করেন। কিন্তু এই ট্রেন, তথা ভারতীয় রেলের বিভিন্ন তথ্য অনেকেরই অজানা। বিশ্বের সবচেয়ে বড় পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম ভারতীয় রেল। অথচ ভেবে দেখুন, আমরা এই বিষয়ে সেভাবে গভীরে ভেবেও দেখি না। বেশি গভীরে যাওয়ারও অবশ্য প্রয়োজন নেই। অনেক সামান্য বিষয়ও আমাদের অজানা। তেমনই এক ছোট্ট, অথচ মজাদার বিষয়ে জানতে পারবেন আজকের প্রতিবেদনে। আচ্ছা, আপনি কি কখনও ভেবে দেখেছেন ট্রেনের শেষ কোচের পিছনের দেওয়া X চিহ্ন কেন থাকে? এই বিষয়ে রেল মন্ত্রকও কিন্তু একবার X( টুইটারে) পোস্টের মাধ্যমে ব্যাখ্যা করেছিল। সাধারণ রেলযাত্রী হিসাবে কিন্তু আপনারও সেটা জেনে রাখা উচিত।

রেল মন্ত্রকের এক ভাইরাল পোস্টে বিষয়টির ব্যাখ্যা দেওয়া হয়েছিল। তাতে বলা হয়েছিল, ট্রেনের শেষ বগির পিছনে X চিহ্নের অর্থ এই যে, ট্রেনটি পিছনে কোনও বগি ফেলে যাচ্ছে না। গোটা ট্রেনটাই যাচ্ছে। অনেক সময়ে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনের এক বা একাধিক বগি বিচ্ছিন্ন হয়ে পিছনে থেকে যেতে পারে। কিন্তু শেষ কামরায় এই চিহ্ন থাকলে রেলকর্মীরা এক ঝলক দেখলেই এ বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। 

'আপনি কি জানেন? ট্রেনের শেষ কোচে 'X' অক্ষরটির অর্থ এই যে, ট্রেনটি কোনও কোচ ফেলে যাচ্ছে না, পুরো ট্রেনটাই গিয়েছে,' পোস্টের ক্যাপশনে লেখা।

পোস্টটি দেখুন:

এ ব্যাপারে আপনার কী মতামত? কমেন্টে জানাতে ভুলবেন না।

POST A COMMENT
Advertisement