গুগলের সিইও সুন্দর পিচাই (Google CEO Sundar Pichai), সাধারণত নিজের ট্য়ুইটার (Twitter) অ্যাকাউন্টে সংস্থার কোনও আপডেট বা উৎসব-পার্বণে শুভেচ্ছাবার্তা পোস্ট করেন। কিন্তু এবার এক ভিডিও শেয়ার করলেন সুন্দর পিচাই, যা দেখে রীতিমতো অবাক নেটাগরিকরা।
একটি ভিডিও রিট্যুইট করেছেন সুন্দর পিচাই, যেখানে একটি ঘড়িয়ালের (Alligator) মুখ থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। এবার মনে হতেই পারে ঘড়িয়ালের মুখ থেকে হঠাৎ ঝোঁয়া বের হতে যাবে কেন?
আসলে একটি উড়ন্ত ড্রোনকে মুখে করে ধরে ফেলে ঘড়িয়ালটি। তারপর সেটিকে চিবিয়ে ফেলে। যার জেরে ঘড়িয়ালটির মুখ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ফ্লোরিডার এই ঘটনার ভিডিও ট্যুইটারে শেয়ার করেন এক ইউজার।
ওই ড্রোনটি দিয়ে কাছ থেকে ঘড়িয়ালটির ছবি নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু ড্রোনটি যখনই কাছে যায় সঙ্গে সঙ্গে সেটিকে ধরে ফেলে ঘড়িয়ালটি। মুখের মধ্যে নিয়ে চিবনো শুরু করতেই বেরোতে থাকে ধোঁয়া। সেই ভিডিওই রিট্যুইট করেন সুন্দর পিচাই।