West Bengal HS Result 2023: 'যেটুকু নম্বর শুধু তোর জন্য, এভাবেই থেকে যাস', উচ্চমাধ্যমিক পাশের কৃতিত্ব প্রেমিকাকে দিল কুট্টুস

বুধবার উচ্চ মাধ্যমিকের ফল (West Bengal HS Result 2023) বেরিয়েছে। যারা মেধা তালিকায় স্থান পেয়েছেন, তাঁদের নিয়ে তো জোর চর্চা চলছেই। তবে, তাঁদেরকেই ছাপিয়ে গিয়েছে কুট্টুস।

Advertisement
'যেটুকু নম্বর শুধু তোর জন্য, এভাবেই থেকে যাস', উচ্চমাধ্যমিক পাশের কৃতিত্ব প্রেমিকাকে দিল কুট্টুসকুট্টুসের ফেসবুক পোস্ট
হাইলাইটস
  • বুধবার উচ্চ মাধ্যমিকের ফল বেরিয়েছে
  • উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে কুট্টুস

বুধবার উচ্চ মাধ্যমিকের ফল (West Bengal HS Result 2023) বেরিয়েছে। যারা মেধা তালিকায় স্থান পেয়েছেন, তাঁদের নিয়ে তো জোর চর্চা চলছেই। তবে, তাঁদেরকেই ছাপিয়ে গিয়েছে কুট্টুস। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট পিছনে ফেলে দিয়েছে মেধা তালিকায় স্থান পাওয়া পড়ুয়াদের। বুঝতে পারলেন না? চলুন এবার খোলসা করি। আসলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে কুট্টুস। নিজের খুশি ভাগ করে নিতে ফেসবুক পোস্ট করে কুট্টুস। তারপরই চর্চায় তাঁর প্রেম কাহিনি। উচ্চ মাধ্য়মিক পাশের যাবতীয় কৃতিত্ব তিনি দিয়েছেন প্রেমিকাকে।

শুভ সর্দার ওরফে কুট্টুস (ফেসবুক প্রোফাইলের নাম) উচ্চ মাধ্য়মিক পরীক্ষায় পাশ করেছে। তবে তার রেজাল্ট আহামরি কিছু নয়। তবুও সে উচ্চ মাধ্যমিকের মার্কশিটের সঙ্গে নিজের প্রেমিকার ছবি ফেসবুকে পোস্ট করে লেখে নিজের মনের কথাও। সেসব লেখা নিয়েই তোলপাড় নেটপাড়া। কুট্টুস লিখেছে,'প্রমমেই বলি নাম্বার টা হয়তো অনেক বেশি কিছু না। কিন্তু আমি কখনো টিউশন যায়নি, এমনকি স্কুলেও যেতাম না। ভেবেছিলাম পড়াশোনা করবনা আর কিন্তু এই মানুষটা নতুন করে আমাকে পড়তে বলে ওর দাদার যে কটা বই ছিল আমায় দেই এবং পড়তে বলে, আমিও পরীক্ষার দুসমাস আগে থেকে পড়তে বসি র একটা মজার বিষয় ও খালি বলতো যদি না পাস করিস আমার মা মানবেনা আমি সেই ভয়ে পড়তাম।'

আরও পড়ুন: WB HS Results 2023 Merit List Top Ten : উচ্চমাধ্যমিকের প্রথম ১০-এ কারা, তাদের প্রাপ্ত নম্বর কত, কোন জেলার? দেখুন পূর্ণাঙ্গ তালিকা

প্রেমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সারাজীবন পাশে থাকার আবেদন জানিয়ে কুট্টুস এবার লিখেছে, 'আমি শুধু এটাই বোঝাতে চাই সব ভালোবাসার মানুষ এক হয়না অনেকে চাই নিজের মানুষটা কে শীর্ষে নিয়ে যেতে আমি জোর গলায় বলবো যেটুকু নাম্বার পেয়েছি শুধু তোর জন্য, এইভাবে ই থেকে যাস।'

Advertisement

যদিও, ফেসবুকে করা ওই পোস্ট শুভ ওরফে কুট্টুস পরে ডিলিট করে দিয়েছেন। পরে নতুন একটি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি লিখেছেন, 'সবাই কে বলছি আমার সাথে যা হয়েছে আমি সেটই তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমরা বিষয়টা উল্টো করে দেখালে। সত্যি বলতে ভল কিছু করোর সহ্য হয় না, আরও যদি বলি বাবা মায়ের কথা, তারা আমার কাছে অনেক। আমার জিএফ- এর থেকেও বেশি। কিন্তু বিষয়টা আমি অন্যরকম ভাবে বোঝাতে চেয়েছিলাম। আমকে আমার বাবা মা অনেক ভলবাসে, আর আমিও। আর আমি শুধু সবাইকে মোটিভেট করতে চাইছিলাম, কিন্তু তোমরা অন্যভাবে নিয়ে নিলে।' 

 

POST A COMMENT
Advertisement