সম্প্রতি ঘোষণা হয়েছে আমেরিকার প্রেসিডেন্সিয়াল ভোটে জিতে মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন জন বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট হতে চলেছেন কমলা হ্যারিস। এই খবরেই সরগরম বিশ্ব। ট্যুইটারে ট্রোল হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এ সবের মধ্যেই ভাইরাল হল বাইডেন, হ্যারিসদের স্পুফ ভিডিয়ো।
মিমি ও জোকসের পাশাপাশি ভাইরাল ভিডিয়ো। সম্প্রতি ট্যুইটারে ভাইরাল হয়েছে জো বাইডেন, কমলা হ্যারিস, বারাক ওবামা ও মিশেল ওবামা লুজ ইয়ো জব গানে নাচের ভিডিয়ো। বিশ্বাস করুন ভিডিয়ো দেখার পর হাসি আটকাতে পারবেন না।
We just have one last thing to say to Trump... pic.twitter.com/3UJgeGlwwP
— teri in new york (@terinewyork) November 6, 2020
সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এই ভিডিয়ো। দেখা যাচ্ছে পোডিয়ামে এসে জন বাইডেন বলছেন, আমার একটা কথা বলার আছে। তারপরেই ফোনে কিছু একটা দেখছেন। কিছুক্ষণের মধ্যেই হেসে উঠলেন এবং লুজ ইয়ো জব গান চালালেন ডিজে। গানটি ইঙ্গিত করছে জো বাইডেনের কাছে ডোনান্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদ হারার দিকেই।
We got soul and joy on our side being kind and radically inclusive are the only requisites for membership. Dance! https://t.co/LMQ2A9zYKW
— Mark Ruffalo (@MarkRuffalo) November 7, 2020
In case you missed it. The weekend starts here! https://t.co/LYcnxwKeR7
— Stevie Van Zandt (@StevieVanZandt) November 7, 2020
When it's on then it's on, Champagne, Hennessy, Dom Peringnon! 🥳🥳🥳🥳🥳🥳🥳 https://t.co/QNRbR7Ex80
— MaxMahyar (@MaxMahyar) November 7, 2020
গানটি বেজে ওঠার পরই বারাক ওবামা নাচতে শুরু করলেন। নানা ভিডিয়ো ক্লিপে দেখা যাচ্ছে জন লেইস, কমাল হ্যারিস, মিশেল ওবামাও পা মেলাচ্ছেন তালে তালে। তবে মূল ভিডিয়োটি সেপ্টেম্বরের, ফ্লোরিডায় হেরিটেজ মাসে তোলা।