scorecardresearch
 

কালীঘাট মেট্রো স্টেশনে KISS-এ মগ্ন ওঁরা, VIRAL VIDEO ঘিরে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা

Kalighat Metro Kiss: কালীঘাট মেট্রো স্টেশনে চুমু কাপলের। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ডিসেম্বরের শীতের শহরে ফুটল ভালবাসার রডোডেনড্রন। অনেকেই কলকাতার মতো 'নিরীহ' শহরে এমন সাহসী কাজ দেখে চমকে গিয়েছেন। আবার অনেকে বলছেন 'সুন্দর... প্রকাশ্যে প্রস্রাব, ঘুষ, ধূমপানে সমস্যা না থাকলে চুমুতেও সমস্যা থাকার কথা নয়।'

Advertisement
কালীঘাট মেট্রো স্টেশনে চুম্বন। কালীঘাট মেট্রো স্টেশনে চুম্বন।
হাইলাইটস
  • কালীঘাট মেট্রো স্টেশনে চুমু কাপলের।
  • ভিডিওতে দেখা যাচ্ছে মেট্রোর প্ল্যাটফর্মে পরস্পরের আলিঙ্গনে আবদ্ধ যুগল।
  • সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই ভিডিও নিয়ে দুই ভাগে ভাগ হয়েছেন।

Kalighat Metro Kiss: কালীঘাট মেট্রো স্টেশনে চুমু কাপলের। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ডিসেম্বরের শীতের শহরে ফুটল ভালবাসার রডোডেনড্রন। অনেকেই কলকাতার মতো 'নিরীহ' শহরে এমন সাহসী কাজ দেখে চমকে গিয়েছেন। আবার অনেকে বলছেন 'সুন্দর... প্রকাশ্যে প্রস্রাব, ঘুষ, ধূমপানে সমস্যা না থাকলে চুমুতেও সমস্যা থাকার কথা নয়।'

ভিডিওটি কবেকার, বা আদৌ কালীঘাট মেট্রো স্টেশনেরই কিনা, তার নিশ্চয়তা নেই। তবে ভাইরাল হওয়ার পর থেকেই দাবি করা হচ্ছে এটি কালীঘাট মেট্রো স্টেশনের। ভিডিওটি(Kalighat Metro kissing video) দেখেও নিত্যযাত্রীরা অনেকে সেটাই মনে করছেন। 

ভিডিওতে দেখা যাচ্ছে মেট্রোর প্ল্যাটফর্মে পরস্পরের আলিঙ্গনে আবদ্ধ যুগল। আদরের চুম্বনে ভরিয়ে দিচ্ছেন একে অপরকে। যাত্রীরা তা দেখে যেন কিছুটা বিব্রত। অনেকেই বিষয়টি দেখে সরে যাচ্ছেন। কারও তোয়াক্কা করছেন না ওই যুগল। গভীর চুম্বনের দরিয়ায় ডুবে তাঁরা। 

আরও পড়ুন

সমালোচনার ঝড়
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই ভিডিও নিয়ে দুই ভাগে ভাগ হয়েছেন। একদলের মতে, প্রকাশ্যে এমন করাটা বাড়াবাড়ি। বলছেন, 'হ্যাঁ। এটা মানলাম যে অনুমতি না নিয়ে এরকম ভিডিয়ো করা ঠিক নয়। কিন্তু একটা সুস্থ-স্বাভাবিক সমাজে দু'জন মানুষ এরমভাবে প্রকাশ্যে কিস করছেন আর কমেন্ট বক্সে দেখছি যে লোকে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন। বেশি পাশ্চাত্য সংস্কৃতি অনুসরণ করে কুল সাজার চেষ্টা। প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের নিজের বাড়ির লোকের সামনে এসব করার ক্ষমতা আছে? মানুষের রুচি কোথায় চলে গিয়েছে, সেটা দেখে অবাক হচ্ছি।'  আবার অপর পক্ষের দাবি, 'বেশ করেছে, হাজার বার করবে।' অপর এক নেটিজেন বলেছেন, 'রাস্তায় সকলের সামনে মূত্রত্যাগ করতে পারা যায়। খোলা মাঠে শৌচকাজ সারতে পারা যায়। আর স্টেশনে সামান্য চুমু খাওয়া যাবে না?'

Advertisement

Advertisement