গুরুতর আহত, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হল যুবককে। জোর করে চুমু খেতে গিয়ে জিভ খোয়ালেন এক ব্যক্তি। দাঁতের কামড়ে নির্যাতনকারীর জিভ ছিঁড়ে নিল কিশোরী। গুরুতর আহত, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হল যুবককে। বর্তমানে চলছে চিকিৎসা। উত্তরপ্রদেশের কানপুরের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, সুস্থ হলেই গ্রেফতার করা হবে অভিযুক্তকে।
পুলিশ সূত্রে খবর, কানপুরের বিলহৌর এলাকার এক গ্রামের বাসিন্দা ওই যুবক, নাম চাঁপি। বিবাহিত, দুই সন্তানও রয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই গ্রামের এক কিশোরীকে সে অনুসরণ, উত্যক্ত এবং অশালীন স্পর্শ করত। কিশোরী বারবার সতর্ক করলেও কোনও কাজ হয়নি। উল্টে আরও সাহসী হয়ে ওঠে যুবক।
গত সোমবার ওই কিশোরী মাঠে মাটি আনতে গিয়েছিল। অভিযোগ, পিছন থেকে চুপিসারে সেখানে পৌঁছে যায় চাঁপি। তাকে ধরে জোর করে চুম্বন করার চেষ্টা করে। এমন সময়ই সুযোগ বুঝে কিশোরী দাঁতের কামড়ে শক্ত করে তার জিভ কামড়ে ধরে। তারপর হ্যাঁচকা টান! রক্তাক্ত অবস্থায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে যুবক। রক্তক্ষরণ ও প্রবল যন্ত্রণায় অজ্ঞান হয়ে যায়।
পরে খবর পেয়ে মেয়েটির পরিবার ও অভিযুক্তের আত্মীয়রা ঘটনাস্থলে পৌঁছন। প্রথমে কিশোরীর ভাইদের উপরেই চোটপাট শুরু করেন যুবকের পরিবার। তবে পুলিশি তদন্তে জানা যায়, ঘটনার সময় মেয়েটির ভাইরা গ্রামে ছিলেন না। এরপর যুবককে বিলহৌর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় তাকে সেখান থেকে কানপুর মেডিক্যাল কলেজে রেফার করা হয়।
থানার ইনচার্জ অশোক কুমার সরোজ জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে মেয়েটি লিখিত অভিযোগ করেছে। অভিযুক্ত সুস্থ হওয়ার পরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। তবে অনেকেই মেয়েটির সাহস ও শক্তির প্রশংসাও করছেন।