Amitabh Bachchan : KBC-তে বিগ B-র সঙ্গে শিশুর চূড়ান্ত বেয়াদপি VIRAL, 'মা-বাবা কিছু শেখায়নি?' ক্ষুব্ধ ইউজাররা

অমিতাভ বচ্চন প্রশ্ন করছেন। আর সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার আগে রীতিমতো বেয়াদপি করছে ক্লাস ফাইভের এক বাচ্চা। মাঝে মাঝে বিগ বির প্রশ্নে সে বিরক্তিও প্রকাশ করছে। বলছে (অমিতাভকে), 'আরে তুমি প্রশ্ন করো তো! এত কথা কেন বলছ? আমি সব জানি।'

Advertisement
KBC-তে বিগ B-র সঙ্গে শিশুর চূড়ান্ত বেয়াদপি VIRAL, 'মা-বাবা কিছু শেখায়নি?' ক্ষুব্ধ ইউজাররাAmitabh Bachchan
হাইলাইটস
  • অমিতাভের সঙ্গে বেয়াদপি এক বাচ্চার
  • কী হয়েছিল KBC তে? দেখুন

অমিতাভ বচ্চন প্রশ্ন করছেন। আর সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার আগে রীতিমতো বেয়াদপি করছে ক্লাস ফাইভের এক বাচ্চা। মাঝে মাঝে বিগ বির প্রশ্নে সে বিরক্তিও প্রকাশ করছে। বলছে (অমিতাভকে), 'আরে তুমি প্রশ্ন করো তো! এত কথা কেন বলছ? আমি সব জানি।' কঔন বনেগা ক্রোড়পতিতে (Kaun Banega Crorepati)  অংশগ্রহণকারী সেই বাচ্চার ভিডিও এখন ভাইরাল। গুজরাতের গান্ধীনগরের সেই ছেলেটির নাম ইশিত ভট। এত অল্প বয়সের সেই ছেলেটির এমন ব্যবহারে অবাক নেটিজেনরা। কেউ কেউ তো ইশিতকে 'অসভ্য' বলছেন। অনেকে আবার তার মা-বাবার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করছেন। বলছেন, 'বাবা-মা ঠিক শিক্ষা দেয়নি বলেই ও এত বেয়াদপ।' 

শোতে কোনও প্রতিযোগী হটসিটে বসার পরই তাঁকে খেলার নিয়ম বলে দেন অমিতাভ বচ্চন।  ইশিত ভটের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু ছেলেটি বলে বসে, 'আমি খেলার নিয়ম জানি। সেজন্য এখন তুমি যেন আবার আমাকে নিয়ম শেখাতে এসো না।' তারপর গোটা এপিসোড জুড়েই একইভাবে সে 'বাজে' আচরণ করতে থাকে অমিতাভের সঙ্গে। যখন তাকে প্রশ্ন দেওয়া হচ্ছিল তখন সে তা ভালোভাবে না শুনেই ঔদ্ধতের সঙ্গে বলে ওঠে, 'আরে এখন অপশন দাও।' প্রশ্নের উত্তর দেওয়ার পর সে বলতে থাকে, 'ও স্যার, ওতে একটা নয়, চারটে লক লাগাও। তবে বেশিক্ষণ খেলতে পারেনি ইশিত। কয়েকটা প্রশ্ন করার পরই যখন তাকে রামায়ণ থেকে প্রশ্ন করা হয় তখন আর উত্তর দিতে পারেনি। প্রতিযোগিতা থেকে বাইরে চলে যায়। 

ইশিতের ব্যবহারে অমিতাভ বচ্চন বিরক্তি প্রকাশ করেননি। তবে তার আচরণ যে একদম বয়সোচিত নয় সেটাও কৌশলে জানিয়ে দেন বিগ বি। বলেন, 'কখনও সখনও অধিক আত্মবিশ্বাসের জেরে বাচ্চারা ভুল করে বসে।' এদিকে সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা প্রতিক্রিয়া দিতে শুরু করে। 

একজন ইশিতের উদাহরণ দিয়ে জ্ঞানের সঙ্গে শিষ্টাচার থাকাও যে জরুরি সেটা মনে করিয়ে দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'হতেই পারে আপনার বাচ্চার জ্ঞান আছে। কিন্তু সে যদি আচার আচরণ ঠিক না রাখে তাহলে কোনওদিন সফল হতে পারবে না। আমি অমিতাভ বচ্চনের জায়গায় থাকলে বাচ্চাটিকে কষে একটা থাপ্পড় মারতাম।' আর একজন লিখেছেন, 'বেশ হয়েছে। খেলতে পারেনি বেশিক্ষণ। এটা ওর কাছে শিক্ষা হয়ে থাকবে। ওর মা-বাবা যদি এখান থেকে শিক্ষা নিয়ে যায় তাহলে ভালো।' 

Advertisement

বাচ্চাটির ব্যবহার নিয়ে প্রশ্ন
বাচ্চাটির ব্যবহার নিয়ে প্রশ্ন

তবে অনেক নেটিজেন আবার বাচ্চাটিকে আক্রমণের বিরোধিতা করেছেন। তাঁদের মতে, এটা ঠিক যে সে খারাপ ব্যবহার করছিল। কিন্তু তার মানে এটা নয় যে তাকে আক্রমণ করতে হবে। সবাই মিলে ঝাঁপিয়ে পড়তে হবে। কেউ কেউ লেখেন, 'হতে পারে পুরো বিষয়টা স্ক্রিপটেড। সেটা না জেনে কোনও মন্তব্য করা ঠিক হবে না।' 

আর একজন লেখেন, 'এত বড় শো বা ন্যাশনাল টেলিভিশনে যখন একজনকে বসানো হচ্ছে তখন তার জ্ঞানের পাশাপাশি আচার-আচরণের খোঁজখবরও কর্তৃপক্ষের নেওয়া উচিত। না হলে এমন ঘটনা বাড়তেই থাকবে।' 

নিশা ভারতী নামের এক ইউজার আবার লেখেন, 'এখন বাচ্চাটিকে কাঠগড়ায় তোলা হচ্ছে। ভাবুন তো যদি ও জিতত তাহলে কিন্তু সবাই মাথায় তুলে নাচানাচি করত। বলত, দেখেছ ওর আচরণই অন্যরকম। তাই তো সফল। তখন এই ঔদ্ধত্যের জন্যই প্রশংসা পেত।' 

রিয়েলিটি শোতে বাচ্চাদের যে প্রতিযোগিতার চাপ সহ্য করতে হয় তা পরিষ্কার, এমনটাও দাবি করছেন কেউ কেউ। তাঁদের দাবি, বাচ্চাদের এই ধরনের শোতে অংশগ্রহণ করতে দেওয়া উচিত নয়। তা নিয়ে সরকারের কঠোর অবস্থান নেওয়া উচিত। কারণ ইশিতকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, তাতে ওর ভবিষ্যৎ বড়সড় প্রশ্নের মুখে পড়তে পারে। মানসিকভাবে ভেঙে পড়তে পারে। 
 

POST A COMMENT
Advertisement