 kerala bride father qr code: কনের বাবার কাণ্ডে হাসির রোল।
kerala bride father qr code: কনের বাবার কাণ্ডে হাসির রোল।কেরলে অদ্ভুত ঘটনা। বিয়ের অনুষ্ঠানে কনের বাবা এমন কাণ্ড ঘটালেন, যা দেখে সবাই অবাক। কেউ হাসছেন, কেউ ভাবছেন, যুগটা সত্যিই বদলে গিয়েছে।
বিয়ের দিন কন্যার বাবা সাধারণ একটি শার্ট পরেছিলেন। কিন্তু তাঁর জামার পকেটে ছিল একদম অভিনব কিছু, পেটিএম এর কিউআর কোড! ঠিক দোকানে যেমন থাকে।
অতিথিরা এলেন শুভেচ্ছা জানাতে। কিন্তু খাম নয়, কেউ দিলেন না টাকা হাতে। বরং মোবাইল বের করে স্ক্যান করলেন ওই কিউআর কোড। আর সঙ্গে সঙ্গেই ডিজিটাল উপহার পৌঁছে গেল বাবার অ্যাকাউন্টে।
একজন অতিথি মজা করে বললেন, 'বাহ! বিয়েতেও এখন কনট্যাক্টলেস গিফট!'
 
Brides Father 🤣* in Kerala
— சங்கரிபாலா (@sankariofficial) October 29, 2025
New Marriage Trend 🙏🙏
தட் மணமகளின் அப்பா …
செலவு அப்படிங்க…!!!! pic.twitter.com/94HbpvXrJn
এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। হাজার হাজার মানুষ দেখেছেন, ভাগ করেছেন। অনেকেই লিখেছেন, 'কী বুদ্ধির কাজ!' কেউ কেউ বলছেন, 'এটাই ডিজিটাল ভারতের আসল রূপ।'
বিয়ের অনুষ্ঠান মানেই আগে ছিল খামভরা টাকা। অনেক সময় হারিয়ে যেত, অনেক সময় খুচরো পেতেও সমস্যা হতো। এখন আর সেই চিন্তা নেই।
কেরলের ওই ব্যক্তি বুঝিয়ে দিলেন, প্রযুক্তি চাইলে জীবনের সব জায়গাতেই জায়গা করে নিতে পারে। এমনকি বিয়ের মতো ঐতিহ্যবাহী অনুষ্ঠানেও।
বিশেষজ্ঞরাও বলছেন, এমন উদ্যোগ ভবিষ্যতে আরও জনপ্রিয় হতে পারে। ডিজিটাল পেমেন্ট এখন দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে গিয়েছে। দোকান, রাস্তা, মেলার পর এবার বিয়ের মণ্ডপেও।
পেটিএম, ফোনপে, গুগল পে, সব প্ল্যাটফর্মই এখন মানুষকে দিয়েছে সহজ লেনদেনের সুযোগ। নগদ টাকার ঝামেলা কমেছে অনেকটাই।
কেরলের এই ঘটনার পর অনেকেই মজা করে লিখেছেন, 'এখন থেকে বিয়েতে খাম নয়, মোবাইলই যথেষ্ট!'
ভিডিওতে দেখা যাচ্ছে, কন্যার বাবা হাসিমুখে অতিথিদের গ্রহণ করছেন। তাঁর জামায় সাদা কাগজে ছাপা পেটিএম কিউআর কোড। এক অতিথি হাসতে হাসতে স্ক্যান করলেন। সঙ্গে সঙ্গে মোবাইলে ‘ট্রান্সাকশন সম্পন্ন’ শব্দ। সবাই হেসে উঠলেন।
এভাবেই মজা আর প্রযুক্তির মিশেলে হয়ে গেল এক আধুনিক বিয়ে।
সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন, 'এটা শুধু মজার নয়, সময়ের দাবি।' কেউ বলছেন, 'এটাই আসল স্মার্ট উপায়।'
কেরলের এই ভিডিও আবার মনে করিয়ে দিল, ভারত এখন সত্যিই ডিজিটাল পথে হাঁটছে। গ্রামের দোকান থেকে শহরের বিয়ের মণ্ডপ, সবাই এখন ডিজিটাল লেনদেনের সঙ্গে পরিচিত।
বিয়ের দিনে কন্যার বাবার এই নতুন ভাবনা তাই এখন ভাইরাল। একদিকে ঐতিহ্য, অন্যদিকে প্রযুক্তি;দুটিরই সুন্দর মেলবন্ধন ঘটল কেরলের এই বিয়েতে।