scorecardresearch
 

Kunal Ghosh Viral : 'আমাকে যারা অকারণে কুৎসিত গালি দেবে,তারা ঘনিষ্ঠতম কারুর ভয়ঙ্কর মৃত্যু দেখবে'; কুণাল ঘোষের কমেন্ট VIRAL

ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে কুণাল ঘোষ। এবার ফেসবুকে তাঁর একটি কমেন্ট ভাইরাল হয়েছে। এক নেটাগরিকের কমেন্টের পাল্টা এই কমেন্ট করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

Advertisement
কুণাল ঘোষ (ফাইল ছবি) কুণাল ঘোষ (ফাইল ছবি)
হাইলাইটস
  • ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে কুণাল ঘোষ
  • তাঁর কমেন্ট ঘিরে শোরগোল

ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে কুণাল ঘোষ। এবার ফেসবুকে তাঁর একটি কমেন্ট ভাইরাল হয়েছে। এক নেটাগরিকের কমেন্টের পাল্টা এই কমেন্ট করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।  তাঁর মন্তব্য, ' আমাকে যারা অকারণে কুৎসিত গালি দেবে, কাগজ বা মিডিয়ার গল্প ধরেৈ বংশ টানবে, তারা ঘনিষ্ঠতম কারুর ভয়ঙ্কর মৃত্যু দেখবে। বাড়ির লোকের।' 

কেন এমন কমেন্ট করলেন কুণাল? 

ঘটনার সূত্রপাত কুণাল ঘোষেরই একটি পোস্টকে ঘিরে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অপ্রকাশিত একগুচ্ছ ছবি নিয়ে একটি পোস্ট করেন কুণাল ঘোষ। সেই পোস্ট দেখে নেটাগরিকদের একাংশ  ওই তৃণমূল নেতাকে কটাক্ষ করেন। একজন কটু মন্তব্য করেন। আর তার পরিপ্রেক্ষিতেই মেজাজ হারান কুণাল ঘোষ। সেই ব্যক্তির কমেন্টের পরই পাল্টা কমেন্ট করেন তিনি। লেখেন,' আমাকে যারা অকারণে কুৎসিত গালি দেবে, কাগজ বা মিডিয়ার গল্প ধরে বংশ টানবে, তারা ঘনিষ্ঠতম কারুর ভয়ঙ্কর মৃত্যু দেখবে। বাড়ির লোকের।'  আর সেই পোস্টই ভাইরাল হয়। 

এই সেই বিতর্কিত পোস্ট
এই সেই বিতর্কিত পোস্ট

আরও পড়ুন : দিল্লিতে ডিএ আন্দোলনের মধ্যেই সুপ্রিম কোর্ট থেকে বড় আপডেট, খুশি সরকারি কর্মীরা

কুণাল ঘোষের এই কমেন্টকে লক্ষ্য করে একের পর এক পোস্ট হতে শুরু করে। তাঁকে নেটাগরিকদের একাংশ আক্রমণ করেন। শুধু সেই পোস্টেই নয়, আরও যে সব পোস্ট পরে করেন সেই সব পোস্টের কমেন্ট বক্সেও কুণাল ঘোষের কমেন্টের স্ক্রিন শট দেওয়া শুরু করেন।

এক নেটিজেন লেখেন, 'কুণাল ঘোষ আপনি অন রেকর্ড যেমন মানুষের মৃত্যু কামনা করলেন এবং তার বাড়ির লোকের মৃত্যু হয়ে যাবে হমকি দিলেন, আপনার ওই পোস্ট ও কমেন্ট এখন শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। এবার আপনি কোর্টকে জবাব দেবেন। আপনার কমেন্ট এর দ্বারা বোঝা গেল বাংলার ঘরে ঘরে মৃত্যু হচ্ছে, সেটা আপনি করিয়েছেন মনে হয়।' 

Advertisement

তারও পাল্টা দেন কুণাল ঘোষ। লেখেন, 'বেশ করেছি। আমি তো সকলকে বলিনি। যারা অকারণে অসভ্যতা করছে, ঈশ্বর তাদের নিকটজনের মৃত্যু দেখাবেন। আপনি যদি তার মধ্যে পড়েন আপনার ব্যাপার।' 

আরও পড়ুন : 'আমরা বিক্ষুব্ধ ত়ৃণমূল', অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লির ধর্না মঞ্চে আমন্ত্রণ ডিএ আন্দোলনকারীদের

বেশ কয়েকদিন আগেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন কুণাল ঘোষ। সেবার সিপিআইএম নেতা শতরূপ ঘোষের গাড়ি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। যদিও শতরূপ ঘোষও পাল্টা আক্রমণ করেন কুণালকে। 

Advertisement