scorecardresearch
 

কচুরির লোভ, মাঝপথে আস্ত ট্রেন থামিয়ে দিলেন ড্রাইভার, Video Viral

ভিডিওতে দেখা যাচ্ছে লেভেল ক্রসিং-এর গেট ফেলা। মাঝখনে হাতে একটি প্যাকেট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। ধীরে ধীরে তাঁর সামনে এসে দাঁড়াল একটি ট্রেনের ইঞ্জিন। চালকের ঘর থেকে এক ব্যক্তি ওই প্যাকেটটি নিয়ে নিলেন এবং যিনি সেটি নিয়ে এসেছিলেন তাঁর হাতে টাকা দিয়ে দিলেন। তারপর হর্ন বাজিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায় ট্রেনটি। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • কচুরি কিনতে থামানো হল ট্রেন
  • রাজস্থানের ঘটনায় বরখাস্ত ৫
  • সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

খাদ্যরসিকরা খাবারের জন্য অনেক কাণ্ডই ঘটিয়ে থাকেন। আবার বিভিন্ন রকমের নিত্যনতুন খাবারও ট্রাই করেন তাঁরা। কখনও কখনও সেই সমস্ত ঘটনা রীতিমতো মজাদার হয়ে ওঠে। তবে এবার ট্রেনের এক লোকো পাইলট যে ঘটনা ঘটলেন তা সবাইকে তাজ্জব বানিয়ে দিয়েছে। 

কচুরি খাওয়ার তীব্র বাসনায় ট্রেনই থামিয়ে দিলেন ওই লোক পাইলট। ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলওয়ার জেলায় (Rajasthan Alwar)। ঘটনার ভিডিওটিও (Video) ইতিমধ্যেই ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। সেটি এখনও পর্যন্ত ৮১ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by India Today (@indiatoday)

ভিডিওতে দেখা যাচ্ছে লেভেল ক্রসিং-এর গেট ফেলা। মাঝখনে হাতে একটি প্যাকেট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। ধীরে ধীরে তাঁর সামনে এসে দাঁড়াল একটি ট্রেনের ইঞ্জিন। চালকের ঘর থেকে এক ব্যক্তি ওই প্যাকেটটি নিয়ে নিলেন এবং যিনি সেটি নিয়ে এসেছিলেন তাঁর হাতে টাকা দিয়ে দিলেন। তারপর হর্ন বাজিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায় ট্রেনটি। 

ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই চাঞ্চল্য ছড়ায় প্রশাসনিক মহলে। ঘটনায় ইতিমধ্যেই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে উত্তর পশ্চিম রেলওয়ে। বরখাস্ত করা হয়েছে লোকো পাইলট, সহকারী লোকো পাইলট, দুই গেটম্যান এবং একজন স্টেশন মাস্টার সহ মোট পাঁচজনকে। 

Advertisement

আরও পড়ুনমাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনায় স্কুলে সত্যনারায়ণ পুজো!

 

Advertisement