Lunar Eclipse 2025: আজ বছরের শেষ চন্দ্রগ্রহণ, 'ব্লাড মুন' দেখতে পাবেন এই সময়ে

Lunar Eclipse 2025: Lunar Eclipse 2025: রবিবার ৭ সেপ্টেম্বর রাতে বছরের শেষ চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ দু'টি কারণে স্পেশাল। প্রথমত, ভারত থেকে একেবারে স্পষ্টভাবেই এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। দ্বিতীয়ত, কৌণিক প্রভাবের কারণে আজ চাঁদের গায়ে লালচে আভা দেখা যাবে।

Advertisement
আজ বছরের শেষ চন্দ্রগ্রহণ, 'ব্লাড মুন' দেখতে পাবেন এই সময়েBlood Moon total lunar eclipse: আজ চন্দ্রগ্রহণের সময় জেনে নিন।
হাইলাইটস
  • রবিবার ৭ সেপ্টেম্বর রাতে বছরের শেষ চন্দ্রগ্রহণ।
  • আজকের চন্দ্রগ্রহণের সময় আকাশের দিকে একবার হলেও চোখ রাখতে ভুলবেন না।
  • কৌণিক প্রভাবের কারণে আজ চাঁদের গায়ে লালচে আভা দেখা যাবে।

Lunar Eclipse 2025: রবিবার ৭ সেপ্টেম্বর রাতে বছরের শেষ চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ দু'টি কারণে স্পেশাল। প্রথমত, ভারত থেকে একেবারে স্পষ্টভাবেই এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। দ্বিতীয়ত, কৌণিক প্রভাবের কারণে আজ চাঁদের গায়ে লালচে আভা দেখা যাবে। ফলে আজকের চন্দ্রগ্রহণের সময় আকাশের দিকে একবার হলেও চোখ রাখতে ভুলবেন না। এমন সুন্দর দৃশ্য দেখার সৌভাগ্য বারবার মেলে না।

রবিবারের চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে দেখা যাবে। বছরের এই শেষ চন্দ্রগ্রহণ নিয়ে দেশ তথা বিশ্বজুড়ে মহাকাশপ্রেমীদের উৎসাহ তুঙ্গে। আসুন জেনে নেওয়া যাক, ঠিক কখনও চন্দ্রগ্রহণ হতে চলেছে। সূর্য এবং চাঁদের মাঝখানে পৃথিবী অবস্থান করলে সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছায় না। চাঁদে পৃথিবীর ছায়া পড়ে। আর ঠিক তখনই চন্দ্রগ্রহণ ঘটে।

চন্দ্রগ্রহণের সময় (Chandra Grahan 2025 Timing in India)
৭ সেপ্টেম্বর অর্থাৎ আজ  রাত ৯:৫৮ মিনিটে গ্রহণ শুরু হবে।  ৮ সেপ্টেম্বর(যেহেতু ১২টার পর পরেরদিন পড়ে যায়) রাত ১:২৬ মিনিটে শেষ হবে। ৭ সেপ্টেম্বরের চন্দ্রগ্রহণটি বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ হতে চলেছে।  

চন্দ্রগ্রহণ কোথায় দেখা যাবে (Chandra Grahan 2025)?
ভারতে তো বটেই, তার পাশাপাশি ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা, ফিজি এবং অ্যান্টার্কটিকার কিছু অংশেও দেখা যাবে।

জ্যোতিষ মত
বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গির পাশাপাশি, জ্যোতিষের দিক থেকেও এদিনের চন্দ্রগ্রহণ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জ্যোতিষ বিশারদদের মতে, শনির রাশি কুম্ভ এবং বৃহস্পতির পূর্বভাদ্রপদ নক্ষত্রে এই গ্রহণ ঘটতে চলেছে।  সূতককাল ৯ ঘণ্টা আগে অর্থাৎ দুপুর ১২:৫৭ মিনিটে শুরু হবে। চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগের সময়কে বলা হয় সূতক কাল। এর অর্থ হল সূতক কাল গ্রহণের ৯ ঘন্টা আগে শুরু হয়। চন্দ্রগ্রহণে ৩টি প্রহরের সূতক সময়কাল থাকে। এই সময় কিছু দান করা উচিত নয়। মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। সূতক কাল চলাকালীন কোনও শুভ কাজ করা উচিত নয় বলে লোকবিশ্বাস।

কোন রাশির জাতকদের জন্য চন্দ্রগ্রহণ শুভ? (Chandra Grahan 2025 Lucky Zodiacs)
জ্যোতিষীদের মতে, এই চন্দ্রগ্রহণের প্রভাব ১২টি রাশির উপরই দেখা যাবে। তবে, এই চন্দ্রগ্রহণ কিছু রাশির জন্য খুবই শুভ হতে চলেছে। এই রাশির জাতকদের শুভ সময় শুরু হবে এবং তাঁরা আর্থিক সুবিধাও পাবেন। 

Advertisement

POST A COMMENT
Advertisement