Snakebite: গলায় কোবরা জড়িয়ে বাইকে কেরামতি, তারপরেই 'এক ছোবলে ছবি', VIRAL

বিষধর সাপকে নিয়ে ছেলেখেলা! এমন কাণ্ডই ঘটেছে মধ্যপ্রদেশে। আর পরিণতি মৃত্যু। গলায় কোবরা জড়িয়ে বাইকে বসে কেরামতি দেখাচ্ছিলেন এক ব্যক্তি। আচমকা সেই কোবরার ছোবলে মৃত্যু হল ওই ব্যক্তির। মধ্যপ্রদেশের গুণার ঘটনায় শিউরে উঠেছেন অনেকে। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। 

Advertisement
গলায় কোবরা জড়িয়ে বাইকে কেরামতি, তারপরেই 'এক ছোবলে ছবি', VIRALগলায় সাপ জড়িয়ে কেরামতি করতে গিয়ে মৃত্যু।
হাইলাইটস
  • বিষধর সাপকে নিয়ে ছেলেখেলা!
  • এমন কাণ্ডই ঘটেছে মধ্যপ্রদেশে।
  • কোবরার ছোবলে মৃত্যু হল ওই ব্যক্তির।

বিষধর সাপকে নিয়ে ছেলেখেলা! এমন কাণ্ডই ঘটেছে মধ্যপ্রদেশে। আর পরিণতি মৃত্যু। গলায় কোবরা জড়িয়ে বাইকে বসে কেরামতি দেখাচ্ছিলেন এক ব্যক্তি। আচমকা সেই কোবরার ছোবলে মৃত্যু হল ওই ব্যক্তির। মধ্যপ্রদেশের গুণার ঘটনায় শিউরে উঠেছেন অনেকে। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। 

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম দীপক মহাবর। সাপের কামড়ে তাঁর মৃত্যু হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, গলায় কোবরা পেঁচিয়ে বাইকে বসে রয়েছেন ওই ব্যক্তি। গলায় জড়িয়ে রেখেছেন কোবরা। সাপকে গলায় জড়িয়ে বিন্দুমাত্র ভয়ডর নেই ওই ব্যক্তির। তিনি দিব্যি সাপকে গলায় পেঁচিয়ে বাইকে বসেছিলেন। আশপাশের বাসিন্দারা এমন কাণ্ড দেখে হকচকিয়ে যান। তাঁদেরই কেউ কেউ ভিডিওটি তোলেন। 

জানা গিয়েছে, জেপি কলেজে অস্থায়ী কর্মী হিসেবে কর্মরত ছিলেন দীপক। সাপ উদ্ধারের কাজও করতেন তিনি। এমনকী, কয়েকশো সাপের প্রাণও বাঁচিয়েছেন তিনি। সম্প্রতি একটি কোবরা উদ্ধার করে কাচের জারে রেখেছিলেন ওই ব্যক্তি। 

সন্তানদের স্কুলে ছেড়ে দেওয়ার সময়ই সাপকে গলায় জড়িয়ে এমন কাণ্ড করেন তিনি। সাপ নিয়ে এভাবে বসে থাকার সময়ই কামড় খান ওই ব্যক্তি। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। তিনি অ্যান্টিভেনম নিয়েছিলেন। কিন্তু সাপের কামড়ের পর তাঁর চিকিৎসা দেরিতে হওয়ার কারণেই মৃত্যু বলে মনে করা হচ্ছে। 

দীপকের দুই সন্তানের একজনের বয়স ১২ ও অন্য জনের বয়স ১৪। তাঁর স্ত্রী আগেই প্রয়াত হয়েছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

POST A COMMENT
Advertisement