Shocking: সমুদ্রের ধারে হাঁটতে গিয়ে 'গিফট প্যাকেট' পেলেন পর্যটক, খুলতেই বের হল মানুষের এই দেহাংশ

সমুদ্রের বালুতটেই হঠাৎ একটি ছোট গিফ্ট প্যাকেট দেখতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন, হয়তো কেউ ভুল করে ফেলে রেখে গেছে। কৌতূহলবশত সেই প্যাকেট খুলতেই আতঙ্কে চিৎকার করে উঠলেন তিনি।

Advertisement
সমুদ্রের ধারে হাঁটতে গিয়ে 'গিফট প্যাকেট' পেলেন পর্যটক, খুলতেই বের হল মানুষের এই দেহাংশসমুদ্রের ধারে হাঁটতে গিয়ে পাওয়া গেল ‘গিফ্ট প্যাক’, খুলতেই বেরোল মানুষের পায়ের আঙুল!
হাইলাইটস
  • স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সমুদ্রের ধারে হাঁটতে গিয়েছিলেন কেভিন ইভিং।
  • সমুদ্রের বালুতটেই হঠাৎ একটি ছোট গিফ্ট প্যাকেট দেখতে পান।
  • কৌতূহলবশত সেই প্যাকেট খুলতেই আতঙ্কে চিৎকার করে উঠলেন তিনি।

ভয়ঙ্কর ঘটনা। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সমুদ্রের ধারে হাঁটতে গিয়েছিলেন কেভিন ইভিং নামের এক ব্যক্তি। সমুদ্রের বালুতটেই হঠাৎ একটি ছোট গিফ্ট প্যাকেট দেখতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন, হয়তো কেউ ভুল করে ফেলে রেখে গেছে। কৌতূহলবশত সেই প্যাকেট খুলতেই আতঙ্কে চিৎকার করে উঠলেন তিনি।

গিফ্ট প্যাক খুলতেই বেরিয়ে এল মানুষের পায়ের কাটা আঙুল। সঙ্গে সঙ্গে প্যাকেট ফেলে দেন কেভিন। পরে সেই প্যাকেট নিয়ে সোজা চলে যান পুলিশের কাছে।

ঘটনাটি ঘটে এই বছরের ১৫ জুন। নিউইয়র্ক পোস্টের রিপোর্ট অনুযায়ী, ঘটনাস্থল ওয়াশিংটনের টাকোমা। পরিবার নিয়ে সমুদ্রের ধারে ফাদার্স ডে উদযাপন করছিলেন কেভিন। সেই সময়েই চোখে পড়ে একটি ছোট পাইন বক্স। সেটি সবুজ কাপড়ে মুড়ে রাখা ছিল। তার ওপরে ছিল হলুদ রঙের সুতো।

প্রথমে কেভিন ভেবেছিলেন, হয়তো কেউ ক্রিসমাস গিফ্ট ভুল করে রেখে গেছে। কিন্তু প্যাকেট খুলতেই তাঁর চোখ কপালে।

বক্সের ভিতরে ছিল মানুষের পায়ের কাটা আঙুল। তাও আবার পচে গিয়েছে।

কেভিন বলেন, ‘‘প্রথমে তো বিশ্বাসই করতে পারছিলাম না। কয়েক মিনিট তো বোঝার চেষ্টা করলাম, আসলে আমি যা দেখছি, সেটাই কি সত্যি! তারপর বুঝতে পারলাম, হ্যাঁ, এটা সত্যিই মানুষের পায়ের আঙুল। সঙ্গে সঙ্গে সেটা রেখে দিলাম।’’

পুলিশের কাছে যাওয়ার আগে কেভিন ওই আঙুলের ছবি তুলে রাখেন। পরে সেই ছবি সংবাদমাধ্যম ‘ফেডারেল ওয়ে মিরর’-এর সঙ্গে শেয়ার করেন।

পুলিশ সূত্রে খবর, ওই আঙুল দীর্ঘদিন ধরে ওই প্যাকেটে ছিল। তাই পচে গিয়েছে। ইতিমধ্যেই ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে সেই নমুনা। এখন দেখা হচ্ছে, ওই আঙুল কোনও নিখোঁজ ব্যক্তির কিনা, না কি অন্য কোনও রহস্য রয়েছে।

কেভিনের প্রশ্ন, ‘‘আঙুলটা কি কোনও নিখোঁজ ব্যক্তির? না কি কাউকে খুন করে ফেলা হয়েছে? আবার এটাও হতে পারে, কোনও মানসিক অবসাদগ্রস্ত ব্যক্তি নিজেই এই কাণ্ড ঘটিয়েছে। কিছুই বুঝতে পারছি না।’’

Advertisement

কেভিনের আরও দাবি, এই আঙুল দেখে মনে হয়নি, সেটি ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। শরীরে কাটার দাগও ছিল না। মনে হচ্ছিল না কোনও চিকিৎসক অস্ত্রপ্রচার করেছেন। এ যেন এক অদ্ভুত দৃশ্য।

এই ঘটনার তদন্ত শুরু করেছে ওয়াশিংটন পুলিশ। কোথা থেকে এল এই পচা আঙুল, তা জানতেই এখন উঠেপড়ে লেগেছেন তদন্তকারীরা।

POST A COMMENT
Advertisement