Man imitates Arijit Singh: সোশ্যালে 'নকল অরিজিৎ', 'দয়া করে গাইবেন না', বলছে নেটপাড়া

ভিডিওতে একজন ব্যক্তিকে গায়ক অরিজিৎ সিংয়ের অনুকরণ করতে দেখা যাচ্ছে। এই ব্যক্তিকে 'তু ঝুটি ম্যায় মক্কার' সিনেমার পেয়ার হোতা কই বার হ্যায় গানে ঠোঁট-সিঙ্ক করতে দেখা যাচ্ছে।

Advertisement
 সোশ্যালে 'নকল অরিজিৎ', 'দয়া করে গাইবেন না', বলছে নেটপাড়াইন্টারনেটে ভাইরাল অরিজিৎ সিং-এর নকল

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে একজন ব্যক্তিকে গায়ক অরিজিৎ সিংকে নকল করতে দেখা যাচ্ছে। 'তু ঝুটি ম্যায় মক্কার' সিনেমার পেয়ার হোতা কই বার হ্যায় গানটিতে এই ব্যক্তিকে ঠোঁট-সিঙ্ক করতে দেখা যায়। কিন্তু, ইন্টারনেট কি এই মানুষটির ভিডিও দেখে মুগ্ধ হয়েছে? সত্যি বললে, না। ভিডিওটি মানক তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন, যা মানক মুভিহোলিক নামে পরিচিত। এটি ৪.৫ মিলিয়ন ভিউ আছে।

ভিডিওতে, অরিজিত সিং তার পারফরম্যান্সের সময় যে হেডগিয়ার পরেন তা দেখা যাচ্ছে।  শুধু তার পোশাকই নয়, তার গাওয়ার ধরনও নকল করার চেষ্টা করা হয়েছে। তিনি সেখানে দাঁড়িয়ে রণবীর কাপুর এবং অনুভব সিং বাসীর উপর নির্মিত একটি গানে ঠোঁট-সিঙ্ক করছিলেন।

ভিডিও দেখুন:

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mainakkk (@mainakmovieholic)

ইন্টারনেটে ভাইরাল হওয়া এই ভিডিওটি মোটেও পছন্দ হয়নি। ভিডিওটি নিয়ে মানুষ তাদের নানা প্রতিক্রিয়া জানিয়েছেন।

 

 

তবে ২ লাখের বেশি লাইক এসেছে ভিডিওটিতে। একজন ইউজার নাম দিয়েছেন - অজীব সিং। তো কেউ লিখেছেন- আর্জেন্ট সিং। একজন লিখেছেন- অরিজিৎ সিং সবাইকে কাঁদায়, আর এ সবাইকে হাসায়।

POST A COMMENT
Advertisement