Mike Tyson: রেগে আগুন টাইসন, ফ্লাইট যাত্রীকে পরপর ঘুষি! VIDEO VIRAL

Mike Tyson: ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। ৫৫ বছর বয়সী টাইসন সবসময় তাঁর উগ্র মেজাজের জন্য পরিচিত। এর আগেও তাঁকে অনেকবার মেজাজ হারাতে দেখা গেছে। এবার ফ্লাইটে টাইসনকে বিরক্ত হয়ে এক যাত্রীকে মারতে দেখা গেছে। ভিডিওটি ২০ এপ্রিলের বলা হচ্ছে।

Advertisement
রেগে আগুন টাইসন, ফ্লাইট যাত্রীকে পরপর ঘুষি! VIDEO VIRALmike tyson
হাইলাইটস
  • রেগে আগুন টাইসন
  • ফ্লাইট যাত্রীকে পরপর ঘুষি
  • জানুন বিস্তারিত তথ্য

Mike Tyson: প্রাক্তন মার্কিন তারকা বক্সার মাইক টাইসনের একটি বিতর্কিত ভিডিও সামনে এসেছে। ভিডিওতে মাইক টাইসনকে বিমানেয় এক যাত্রীকে মারতে দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে মাইক টাইসন ওই যাত্রীর মুখে ঘুষি মারছেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। ৫৫ বছর বয়সী টাইসন সবসময় তাঁর উগ্র মেজাজের জন্য পরিচিত। এর আগেও তাঁকে অনেকবার মেজাজ হারাতে দেখা গেছে। এবার ফ্লাইটে টাইসনকে বিরক্ত হয়ে এক যাত্রীকে মারতে দেখা গেছে। ভিডিওটি ২০ এপ্রিলের বলা হচ্ছে।

কেন রেগে গেলেন টাইসন

আসলে, মাইক টাইসন জেটব্লু বিমানে সান ফ্রান্সিসকো থেকে ফ্লোরিডা যাচ্ছিলেন। এই সময়ে ফ্লাইটে টাইসনের পেছনের সিটে একজন ব্যক্তি বসে ছিলেন, যিনি বারবার কিছু প্রশ্ন করছিলেন। কয়েকবার প্রত্যাখ্যান করা সত্ত্বেও, সেই ব্যক্তি মাইক টাইসনের সঙ্গে কথা বলা বন্ধ করেননি। টাইসন হঠাৎ রেগে যান কিন্তু তাঁকে বসে থাকতে দেখা যায়।

 

এক ব্যক্তি তাঁর মোবাইল থেকে এসবের ভিডিও রেকর্ড করছিলেন। বারবার প্রত্যাখ্যান করার পরেও যখন ওই যাত্রী রাজি হননি, তখন টাইসনের রাগ ফেটে পড়ে এবং তাঁরা মুখে একের পর এক ঘুষি মারতে থাকেন। ভিডিওতে দেখা যায় যাত্রীর মুখ থেকেও রক্ত ​​পড়তে শুরু করেছে। এ বিষয়ে মার্কিন পুলিশ এবং মাইক টাইসনের পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি আসেনি।

আগেও অনেক বিতর্কে জড়িয়েছেন

টাইসনের শেষ অফিসিয়াল ম্যাচ ছিল ২০০৫ সালের জুন মাসে, এবং প্রাক্তন হেভিওয়েট চ্যাম্পিয়ন ১৯৯৬ সাল থেকে কোনো শিরোপা জেতেননি। এর আগেও টাইসনকে অনেক অনুষ্ঠানে রেগে যেতে দেখা গেছে। একবার ১৯৯৭ সালে একটি ম্যাচ চলাকালীন, টাইসন রাগে এক অদ্ভুত কাজ করেছিলেন। প্রতিপক্ষের বক্সার ইভান্ডার হলিফিল্ডের কান কেটে দেন তিনি। মাইক টাইসনও মাদক সেবন ও ধর্ষণের দায়ে দোষী প্রমাণিত হয়েছেন। এ জন্য তাঁকে কারাগারেও যেতে হয়েছে।

Advertisement

POST A COMMENT
Advertisement