Ram Janaki Wedding: ফরাহ থেকে জানকী, রামের সঙ্গে সাত পাক, অযোধ্যার মন্দিরে অনন্য বিয়ে

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের অপেক্ষায়। অন্যদিকে, উত্তপ্রদেশের বরেলিতে হয়ে গেল এক অভিনব বিয়ে। এখানে অযোধ্যাধাম মন্দিরে জানকী রামকে বিয়ে করেন। আসলে, ফরাহ নামের এক মুসলিম তরুণী ইসলাম ত্যাগ করে তার নাম পরিবর্তন করে জানকী। এরপর তিনি তাঁর প্রেমিক রামকে বিয়ে করেন। বরিলির অযোধ্যাধাম মন্দিরে এই বিয়ে হয়। রাম-জানকির বিয়ের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।

Advertisement
ফরাহ থেকে জানকী, রামের সঙ্গে সাত পাক, অযোধ্যার মন্দিরে অনন্য বিয়েRam Janaki Wedding
হাইলাইটস
  • অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের অপেক্ষায়।
  • অন্যদিকে, উত্তপ্রদেশের বরেলিতে হয়ে গেল এক অভিনব বিয়ে।

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের অপেক্ষায়। অন্যদিকে, উত্তপ্রদেশের বরেলিতে হয়ে গেল এক অভিনব বিয়ে। এখানে অযোধ্যাধাম মন্দিরে জানকী রামকে বিয়ে করেন। আসলে, ফরাহ নামের এক মুসলিম তরুণী ইসলাম ত্যাগ করে তার নাম পরিবর্তন করে জানকী। এরপর তিনি তাঁর প্রেমিক রামকে বিয়ে করেন। বরিলির অযোধ্যাধাম মন্দিরে এই বিয়ে হয়। রাম-জানকির বিয়ের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।

ফারাহ থেকে জানকী হওয়া তরুণী বলেন যে, তিনি রামকে বহু বছর ধরে চেনেন। ছোটবেলা থেকেই দুজনে একসঙ্গে পড়াশোনা করতেন। তিনি শুধু রামকে বিয়ে করতে চেয়েছিলেন। তাই তিনি সনাতন ধর্ম গ্রহণ করেছেন এবং নিজের নাম রেখেছেন জানকী।


ঘটনাটি বরেলির ভজিপুরা থানার। এখানে অযোধ্যাধাম মন্দিরে একটি বিয়ে হয়েছে, যা নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। আসলে ফরাহ নামের এক মুসলিম তরুণী প্রথমে ইসলাম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করে। এরপর ফারাহ তাঁর নাম পরিবর্তন করে জানকী রাখেন এবং প্রেমিক রামকে মন্দিরে বিয়ে করেন।

ফরাহ থেকে জানকী হওয়া তরুণীর বক্তব্য, তিনি রামের প্রেমে পড়েছিলেন। রাম ও তিনি বেঁচে থাকার শপথ নিয়েছিলেন। কিন্তু প্রেমের মাঝে ধর্ম চলে আসছিল। তাই তিনি সনাতন ধর্ম গ্রহণ করেন এবং তার নাম পরিবর্তন করে জানকী রাখেন এবং রামকে বিয়ে করেন। তরুণী জানায় এখন সে ফরাহ নয়, জানকী নামে পরিচিত হবে। স্কুলে পড়ার সময় প্রেমে পড়েন তারা। 

দম্পতি জানান, দুজনে একসঙ্গে স্কুলে পড়াশোনা করতেন। পড়াশোনার সময় দুজনেই প্রেমে পড়েন। সময়ের সঙ্গে সঙ্গে  ভালোবাসা বাড়তে থাকে। একটা সময় এসেছিল যখন তাঁরা দুজনে একসঙ্গ বেঁচে থাকার বা মরার শপথ নিয়েছিলেন। কিন্তু দুজনের সম্পর্কে বাধা হয়ে দাঁড়াচ্ছিল ধর্ম। তাই আইনের আশ্রয় নিয়ে দুজনেই বিয়ে করেন। ব্যান্ড বাজিয়ে পুলিশের উপস্থিতিতে এই বিয়ে হয়েছে। এ সময় সেখানেও অনেকে উপস্থিত ছিলেন। ফরাহ থেকে জানকী হওয়া তরুণীর বয়স ২৩ বছর। নববধূ বলেছেন যে তিনি ৬ বছর ধরে রামকে চেনেন। তিনি যা কিছু করেছেন, নিজের ইচ্ছায় করেছেন। বর্তমানে, এই বিয়ের ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement