প্যাকেট থেকে স্যান্ডউইচ বের করতেই গা গুলিয়ে ওঠে নয়ডার ব্যক্তির। অনলাইন ফুড ডেলিভারি অ্যাপে দুটি স্যান্ডউইচ অর্ডার করেছিলেন তিনি। খুলতেই মিলল প্লাস্টিকের গ্লাভস! এরপর রেস্তোরাঁর স্বাস্থ্যবিধি নিয়ে উঠেছে প্রশ্ন। নয়ডার এক বাসিন্দা এক্স হ্যান্ডেলে গাফিলতির বিষয়ে শেয়ার করে একটি ছবি পোস্ট করেন। তাঁর দাবি, স্যান্ডউইচ ব্রেডের মধ্যে মিলেছে ডিসপোজেবল প্লাস্টিকের গ্লাভস।
তথ্য অনুযায়ী, ঘটনাটি ২৬ অগাস্টের। নয়ডার ওই ব্যক্তি অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ জোমাটোতে সেক্টর ৪৫-এর একটি আউটলেট থেকে খাবার অর্ডার করেছিলেন। পোস্টে তিনি লেখেন, দু'টি স্যান্ডউইচ অর্ডার করেছিলেন তিনি। একটি ব্রকলি, কর্ন এবং বেসিল পেস্টো স্যান্ডউইচ এবং একটি স্মোকড কটেজ পনির অ্যান্ড পিপার স্যান্ডউইচ।
স্যান্ডউইচটি খুলতেই এর মধ্যে থেকে গ্লাভসটি বেরোয়। ঘটনাটি নিয়ে তদন্ত করা উচিত বলে তিনি দাবি করেন।
সতীশ সোশ্যাল মিডিয়ায় জোম্যাটোকে ট্যাগ করে লেখেন, “আমি স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, কিন্তু ভেতরে একটা গ্লাভস পেলাম। এটা একেবারেই গ্রহণযোগ্য নয়, গুরুতর স্বাস্থ্যঝুঁকিও রয়েছে। অবিলম্বে এই বিষয়টির তদন্ত করে জানান।”
ঘটনাটি প্রকাশ্যে আসার পর, ডেলিভারি অ্যাপের সহায়তা দল গ্রাহককে জানায়, এই অভিযোগে তারাও অবাক। শীঘ্রই রেস্তোরাঁর পার্টনারদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তদন্তানুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।