Disprin In Washing Machine: ওয়াশিং মেশিনে ডিসপ্রিন ট্যাবলেট দিয়ে কাপড় কাচা ট্রেন্ডিং, কেসটা কী?

সোশ্যাল মিডিয়ায় আচমকাই ভাইরাল ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচার ভিডিও। যেখানে একটি ডিসপ্রিন ট্যাবলেট ফেলে দেওয়া হচ্ছে ওয়াশিং মেশিন চালানোর আগে। কেন আমচাই ভাইরাল এই ট্রেন্ড? কেসটা কী

Advertisement
ওয়াশিং মেশিনে ডিসপ্রিন ট্যাবলেট দিয়ে কাপড় কাচা ট্রেন্ডিং, কেসটা কী?ওয়াশিং মেশিনে ডিসপ্রিন (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • আচমকাই ভাইরাল ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচার ভিডিও
  • একটি ডিসপ্রিন ট্যাবলেট ফেলে দেওয়া হচ্ছে ওয়াশিং মেশিনে
  • কেন আমচাই ভাইরাল এই ট্রেন্ড?

সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই দেখা যাচ্ছে, ওয়াশিং মেশিনে ডিসপ্রিন ট্যাবলেট মেশানোর ছবি কিংবা ভিডিও। আচমকা কেন এমন ট্রেন্ড শুরু হল? কেসটা কী? 

ভাইরাল ট্রেন্ড 
ওয়াশিং মেশিনে সাদা পোশাক কাচাকুচির সময়ে ডিসপ্রিন ট্যাবলেট ফেলে দিচ্ছেন ঘরের মহিলারা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখছেন, 'সাদা জামাকাপড় থেকে ময়লা তোলার সবচেয়ে সহজ পদ্ধতি।' কী এই পদ্ধতি? কেন আচমকা ট্রেন্ড হচ্ছে এটি? 

সাদা জামাকাপড় থেকে ময়লা কিংবা দাগ তোলা বেশ কষ্টসাধ্য। ঘরে ঘরে এই সমস্যা। পরিচারিকার উপর খড়গহস্ত হন গৃহকর্ত্রী। অথচ হাতে ঘষে তো দূর অস্ত, ওয়াশি মেশিনেও অনেক সময়ে ময়লা দাগ ওঠে না। 

সোশ্যাল মিডিয়া হ্যাক
সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রায়শই নিত্যব্যবহার্য জিনিসের নানা হ্যাক উদ্ধার করেন নেটিজেনরা। এবার তেমনই একটি হ্যাক ভাইরাল। বিনা পরিশ্রমে সহজেই সাদা জামাকাপড় থেকে ময়লা দাগ উঠে যাবে। কী সেই হ্যাক? 

নানা ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ওয়াশিং মেশিনে সাদা জামাকাপড় ঢুকিয়ে তার মধ্যে ওষুধের স্ট্রিপ থেকে ছিঁড়ে একটা ডিসপ্রিন ট্যাবলেট ফেলে দেওয়া হচ্ছে। এতেই নাকি সহজে চকচকে হয়ে উঠছে সাদা জামাকাপড়। 

সাধারণত মাথা যন্ত্রণায় খেয়ে থাকা এই ডিসপ্রিন ট্যাবলেট ফেলে ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। 

শুধু ওয়াশিং মেশিনই নয়, জলের বালতিতে সাদা জামাকাপড় দিয়ে তাতেও ফেলে দেওয়া হচ্ছে ডিসপ্রিন। হাত দিয়েই জলে গুলে ফেলা হচ্ছে সেটি। কিছুক্ষণ জামাকাপড়গুলি বালতিতে ভিজিয়ে রাখা হচ্ছে। তারপর সেটি তুললেই দেখা যাচ্ছে ময়লা দাগ উধাও। তবে এই ভাইরাল ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in.

তবে সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল ভিডিও দেখে ঘরে ঘরে তা অনুসরণ করার ট্রেন্ড শুরু হয়েছে। 

সত্যিই কি ট্যাবলেট দিয়ে কাচা যায়?
আদতে বাজারে এসেছে জামাকাপড় কাচার ট্যাবলেট। এটি ওয়াশিং মেশিনে ব্যবহার করার জন্যই জামাকাপড় কাচার একটি সাবানের বার। ট্যাবলেটের আকৃতি দেওয়া হয়েছে সেটিকে। প্যাকেটে পাওয়া যাচ্ছে অনলাইন এবং যে কোনও বাজারেও। তার সঙ্গে ডিসপ্রিন ওষুধের কোনও সম্পর্ক নেই। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement