Pune: মাঝরাতে ব্যালকনিতে বন্দি, ভোর ৩টেয় এসে উদ্ধার করল ডেলিভারি বয়, VIRAL ভিডিও

পুনেতে মাঝরাতে এক অপ্রত্যাশিত ও মজার ঘটনার সাক্ষী থাকল সোশ্যাল মিডিয়া। দুর্ঘটনাবশত নিজেরাই নিজেদের বারান্দায় আটকে পড়েছিলেন এক যুবক ও তাঁর বন্ধু। ভিতরে বাবা-মা গভীর ঘুমে, কোনওভাবেই দরজা খোলার উপায় নেই, এমন পরিস্থিতিতে ভোর ৩টের সময় তারা ফোন করলেন এক ব্লিঙ্কিট ডেলিভারি এজেন্টকে!

Advertisement
মাঝরাতে ব্যালকনিতে বন্দি, ভোর ৩টেয় এসে উদ্ধার করল ডেলিভারি বয়, VIRAL ভিডিও
হাইলাইটস
  • পুনেতে মাঝরাতে এক অপ্রত্যাশিত ও মজার ঘটনার সাক্ষী থাকল সোশ্যাল মিডিয়া।
  • দুর্ঘটনাবশত নিজেরাই নিজেদের বারান্দায় আটকে পড়েছিলেন এক যুবক ও তাঁর বন্ধু।

পুনেতে মাঝরাতে এক অপ্রত্যাশিত ও মজার ঘটনার সাক্ষী থাকল সোশ্যাল মিডিয়া। দুর্ঘটনাবশত নিজেরাই নিজেদের বারান্দায় আটকে পড়েছিলেন এক যুবক ও তাঁর বন্ধু। ভিতরে বাবা-মা গভীর ঘুমে, কোনওভাবেই দরজা খোলার উপায় নেই, এমন পরিস্থিতিতে ভোর ৩টের সময় তারা ফোন করলেন এক ব্লিঙ্কিট ডেলিভারি এজেন্টকে!

এই ঘটনার ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মিহির গাহুকার। ভিডিওর ক্যাপশনে লেখা, 'ভোর ৩টায় আমরা নিজেদের বারান্দায় আটকে পড়েছিলাম, তাই শেষ পর্যন্ত এটা করতেই হল।'

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mihir Gahukar (@mihteeor)

ভিডিওতে দেখা যায়, গাহুকারের বন্ধু ফোনে ব্লিঙ্কিট ডেলিভারি এজেন্টকে পুরো পরিস্থিতি বুঝিয়ে বলছেন। রাতের নিস্তব্ধতায় তারা বারান্দায় আটকে, ভিতরে ঘুমোচ্ছেন বাবা-মা। ডাকাডাকি করলে বিপদ, দরজা খোলার কোনও উপায় নেই। তাই অভিনব সমাধান, ডেলিভারি এজেন্টকে চাবি ব্যবহার করে মূল দরজা খুলে চুপচাপ ভিতরে ঢোকার অনুরোধ।

ফোনে ধাপে ধাপে নির্দেশ দিতে শোনা যায় বন্ধুটিকে, কোথায় যাবেন, কীভাবে দরজা খুলবেন, কীভাবে শব্দ না করে বারান্দার দিকে পৌঁছাবেন। কিছুক্ষণ পরেই ভিডিওতে দেখা যায়, ব্লিঙ্কিটের ডেলিভারি এজেন্ট সফলভাবে ঘরে ঢুকে বারান্দার দিকে হাঁটছেন। তাঁকে দেখামাত্রই হেসে ফেলেন গাহুকার ও তাঁর বন্ধু, স্বস্তি আর পরিস্থিতির অদ্ভুততায় মুখে হাসি ফুটে ওঠে।

ভিডিওটি দ্রুত ভাইরাল হয়। নেটিজেনরা কেউ হাসিতে ফেটে পড়েছেন, কেউ আবার ভাবছেন, ঘটনাটা অন্যরকম হলে কী ভয়ংকর পরিস্থিতিই না হতে পারত!

একজন লিখেছেন, 'ভাবুন তো, বাবা-মা হঠাৎ ঘুম থেকে উঠে দেখেছেন, এক অচেনা লোক ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছে!'

আরেকজন ডেলিভারি এজেন্টের প্রশংসা করে মন্তব্য করেন, 'লোকটা সত্যিই শান্ত আর দায়িত্বশীল। ভালো টিপস পাওয়ার যোগ্য, একেবারে নীরব নায়ক!'

অনেকে আবার বলেছেন, সামান্য ভুলেই রাতটা দুঃস্বপ্নে পরিণত হতে পারত। কিন্তু দ্রুত বুদ্ধি, সহযোগিতাপরায়ণ এক ডেলিভারি এজেন্ট এবং পরিস্থিতির হাস্যকর দিক মিলিয়ে সেটাই হয়ে উঠেছে এক নিখাদ ভাইরাল মুহূর্ত, ইন্টারনেট যাকে বাস্তব জীবনের কমেডি হিসেবেই দেখছে।

Advertisement

 

TAGS:
POST A COMMENT
Advertisement