গাঢ় নীল রঙের পাইথন! আগে দেখেছেন? রইল VIDEO

ক্যালিফোর্নিয়ার সরীসৃপ চিড়িয়াখানার প্রতিষ্ঠাতা জে ব্রুয়ার একটি রেইনবো রেটিকুলেটেড পাইথনের ভিডিও শেয়ার করেছেন, যার রঙ আপনাকে অবাক করবেই। গত মে মাসে নিজের ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করেছেন জে ব্রুয়ার। তারপরেই দ্রুত ভাইরাল (Viral Video) হয়ে পড়ে ভিডিওটি।

Advertisement
গাঢ় নীল রঙের পাইথন! আগে দেখেছেন? রইল VIDEOসাপটিকে নিয়ে জে ব্রুয়ার
হাইলাইটস
  • গাঢ় নীল রঙের অদ্ভূত সাপ
  • ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করেছেন জে ব্রুয়ার
  • ইতিমিধ্যেই ভিডিওটি ভাইরাল

আপনি কি কখনও রেইনবো রেটিকুলেটেড পাইথন দেখেছেন (Rainbow Reticulated Python)? যদি না দেখে থাকেন, তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন। ক্যালিফোর্নিয়ার সরীসৃপ চিড়িয়াখানার প্রতিষ্ঠাতা জে ব্রুয়ার একটি রেইনবো রেটিকুলেটেড পাইথনের ভিডিও শেয়ার করেছেন, যার রঙ আপনাকে অবাক করবেই। গত মে মাসে নিজের ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করেছেন জে ব্রুয়ার। তারপরেই দ্রুত ভাইরাল (Viral Video) হয়ে পড়ে ভিডিওটি। 

জে ব্রুয়ার এমনই সব অবিশ্বাস্য ভিডিও প্রায়শই ইনস্টাগ্রামে শেয়ার করেন। পাইথনটিকে নিয়েই ভিডিওটি শুরু করেছেন তিনি। ভিডিওতে সাপটিকে হাতে ধরে থাকতে দেখা যাচ্ছে তাঁকে। 

সাপটিকে নিয়ে ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। অনেকেই সাপটির বিশেষ রঙ নিয়ে মন্তব্য করেছেন। 

সোশ্যাল মিডিয়ায় কমেন্ট
সোশ্যাল মিডিয়ায় কমেন্ট

সাপটি দেখে আপনার কেমন লাগল? জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। 

 

POST A COMMENT
Advertisement