
সম্প্রতি বেশ কিছু বছর ধরে নিজেদের বিয়েকে আরও বিশেষভাবে স্মরণীয় করে রাখতে একাধিক চমকপ্রদ জিনিস করা হয়ে থাকে। যার মধ্যে অন্যতম বিয়ের মেনু কার্ড। কেউ বা আধার কার্ডের ধাঁচে আবার কেউ বা হোয়াটসঅ্যাপের চ্যাটবক্সের ধাঁচে মেনু কার্ড তৈরি করে সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছেন। সেরকমই বিয়ের এক মেনু কার্ড বেশ ভাইরাল স্যোশালে। বাংলার এই বিয়ের মেনু কার্ড দেখলে আপনি খাবার খেতে ভুলে যাবেন। কারণ খাবারের তালিকার পাশে দেওয়া সেই খাবারের ক্যালোরির পরিমাণ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই নতুন ভাবনার মেনু কার্ড।
আসলে এখন সকলেই কমবেশি স্বাস্থ্য সচেতন। আর সুস্থ জীবনযাত্রার মূল চাবিকাঠিই হল মেপে খাওয়া। আর বিয়েবাড়িতে গেলে অনেকেই ভেবে পান না তাঁদের কী খাওয়া উচিত আর কোনটা খাওয়া অনুচিত। আর তাই তাঁদের কথা ভেবেই এই বিয়ের মেনু কার্ড তৈরি করা হয়েছে। আজকাল অনেক রেস্তোরাঁতেই এই নিয়ম চালু হয়েছে। পদের পাশে দামের সঙ্গে সঙ্গে উল্লেখ থাকে খাবারে উপস্থিত ক্যালোরির পরিমাণ। তবে বিয়েবাড়িতে এই ভাবনা সম্ভবত নতুন। একজন রেডিট ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় এই মেনু কার্ডের একটি ছবি আপলোড করেন। সেখান থেকেই ভাইরাল হয় এই ছবি।
এই অভিনব ভাবনার প্রশংসা করছেন অনেকেই। ভাইরাল মেনু কার্ডের শুরুতেই লেখা, "চ্যারিটি হলে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজ ভালবাসাকে উদযাপন করছি। এছাড়া আমাদের কোনও লক্ষ্য নেই। অনুগ্রহ করে স্বাচ্ছ্যন্দমতো পার্টি উপভোগ করুন। খাবার-দাবারের স্বাদ নিন। তবে অনুরোধ খাবার নষ্ট করবেন না।" এই বিশেষ মেনু কার্ডের নাম দেওয়া হয়েছে 'ক্যালোরি মেমো।' নিরামিষ ও আমিষ দুই ধরনের খাবারের পাশেই ক্যালোরি কতটা রয়েছে, তার উল্লেখ রয়েছে।
বিয়ের কার্ডের মেনুতে অতিথিতেদের কার্বস ব্যালেন্স করার জন্য ডান্স ফ্লোরে এসে নাচার আর্জি জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই বিয়ের মেনু কার্ড রীতিমতো ভাইরাল। নেটিজেনরা অনেকেই এই বিয়ের মেনুর প্রশংসা করেছেন। অনেকেই বলেছেন, জিমে যাওয়া মানুষদের জন্য এটা স্বপ্নের খাবারের মেনু।