Viral Resignation Letter: চাকরিতে বীতশ্রদ্ধ! টয়লেট পেপারে ইস্তফা দিলেন কর্মী, চিঠি ভাইরাল

চাকরি জীবনে বীতশ্রদ্ধ হয়ে রিজাইন দেওয়ার কথা অনেকেই ভাবেন। কিন্তু পরিবার, ইএমআই-এর কথা ভেবে পিছিয়ে আসতে হয়। তবে সহ্যের সীমা ছাড়ালে যে কি হয়, তারই প্রমাণ দিলেন এক কর্মী। টয়লেট পেপারে চিঠি লিখে ইস্তফা দিলেন এক চাকরিজীবী।

Advertisement
চাকরিতে বীতশ্রদ্ধ! টয়লেট পেপারে ইস্তফা দিলেন কর্মী, চিঠি ভাইরাল

চাকরি জীবনে বীতশ্রদ্ধ হয়ে রিজাইন দেওয়ার কথা অনেকেই ভাবেন। কিন্তু পরিবার, ইএমআই-এর কথা ভেবে পিছিয়ে আসতে হয়। তবে সহ্যের সীমা ছাড়ালে যে কি হয়, তারই প্রমাণ দিলেন এক কর্মী। টয়লেট পেপারে চিঠি লিখে ইস্তফা দিলেন এক চাকরিজীবী। লিখলেন, তাঁর সঙ্গে অফিসে এমনই, একটি টয়লেট পেপারের মতোই ব্যবহার করা হয়েছে- তুচ্ছ, যখন খুশি ব্যবহার কর, তারপর ফেলে দাও!

ঘটনাটি সিঙ্গাপুরের এক সংস্থার। কর্মী নিয়োগকারী এক এজেন্ট সংস্থার ডিরেক্টর রিজাইন লেটারের ছবি শেয়ার করেন। চাকরিজীবীদের সোশ্যাল সাইট লিঙ্কডইন-এ সেই রেজিগনেশন লেটারের ছবি শেয়ার করেছেন তিনি। অ্যাঞ্জেলা ইয়েও-র সেই পোস্ট ভাইরাল। 

টয়লেট পেপারে হাতে লেখা সেই চিঠির সারমর্ম 'এই কোম্পানি আমার সঙ্গে যে ব্যবহারটা করেছে, সেটা বোঝাতেই আমি এই ধরনের কাগজ ব্যবহার করেছি... আই কুইট।'

অ্যাঞ্জেলা ইয়েও লেখেন, 'আমার এটা দেখে খালি মনে হচ্ছে যে, একটি টয়লেট পেপারের যেমন কোনও মূল্য নেই, প্রয়োজন মতো ব্যবহার করে ফেলে দেওয়া হয়, ঠিক তেমনই হয় তো অনুভব করেছেন ওই কর্মী। এই কথাগুলো আমাকে খুবই ভাবাচ্ছে।'

অ্যাঞ্জেলার সংস্থা অনেকটা দালাল-এর মতো কাজ করে। কোনও সংস্থা কর্মী নিয়োগ করতে হলে তাঁর কাছে আসেন। তাঁর সংস্থা যোগ্য, প্রয়োজনমাফিক কর্মী খুঁজে এনে দেয়। এ হেন সংস্থার কর্ত্রী হিসাবে তিনি কিছু উপদেশ দিয়েছেন। বেসরকারি সংস্থাদের তিনি কর্মীদের প্রতি আরও সমব্যথী হওয়ার অনুরোধ করেছেন। কোনও কর্মীর সঙ্গে যাতে এহেন ব্যবহার না করা হয়, সে বিষয়ে সংস্থা ও বসদের সতর্ক থাকার সুপারিশ করেছেন তিনি। 

লিঙ্কডইন ব্যবহারকারীরা অনেকেই বলছেন, তাঁদেরও কর্মজীবনে এমন পরিস্থিতির অভিজ্ঞতা হয়েছে। এমন ক্ষেত্রে সেই সংস্থায় থাকতে থাকতেই নতুন চাকরি খুঁজে নেওয়াই শ্রেয়, বলছেন তাঁরা।

POST A COMMENT
Advertisement