গলায় পেঁচিয়ে সাপকে চুমুতে ভরিয়ে দিচ্ছেন মহিলা! ইন্টারনেটে ভাইরাল Video

ইনস্টাগ্রামে (Instagram) royal_pythons_নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে একটি মেয়েতে কোলে সাপ নিয়ে খেলা করতে দেখা যাচ্ছে। সাপটি যেভাবে মেয়েটির গলায় জড়িয়ে থেকে জিভ বার করছে তা দেখে যে কেউ অবাক হয়ে যাবেন। কিন্তু মেয়েটি অবশ্য সাপটির সঙ্গে খুব স্বাভাবিকভাবেই রয়েছে। 

Advertisement
গলায় পেঁচিয়ে সাপকে চুমুতে ভরিয়ে দিচ্ছেন মহিলা! ইন্টারনেটে ভাইরাল Videoসাপের সঙ্গে মেয়েটি (ছবি সূত্র-ইনস্টাগ্রাম)
হাইলাইটস
  • সাপের সঙ্গে খেলা তরুণীর
  • গলায় পেঁচিয়ে খাচ্ছে চুমু
  • সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral On Social Media) হচ্ছে একটি ভিডিও। যেখানে একটি মেয়েকে একটি সাপের সঙ্গে খেলা করতে দেখা যাচ্ছে। একেবারে বাড়ির পোষ্যের মতো সাপটিকে আদর করছে সে। কখনও সাপটিকে গলায় পেঁচিয়ে নিয়ে চুমু খাচ্ছে, কখনও আবার তাকে ডাকছে। 

ইনস্টাগ্রামে (Instagram) royal_pythons_নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে একটি মেয়েতে কোলে সাপ নিয়ে খেলা করতে দেখা যাচ্ছে। সাপটি যেভাবে মেয়েটির গলায় জড়িয়ে থেকে জিভ বার করছে তা দেখে যে কেউ অবাক হয়ে যাবেন। কিন্তু মেয়েটি অবশ্য সাপটির সঙ্গে খুব স্বাভাবিকভাবেই রয়েছে। 

ভিডিওটিতে ঠিক কী আছে?
ভিডিওটিতে একটি বড় সাপকে মেয়েটির মুখের সঙ্গে আটকে থাকতে দেখা যাচ্ছে। মেয়েটি কখনও সাপটিকে চুমু খাচ্ছে, কখনও আবার কথাও বলছে। কিন্তু সাপটি একবারও মেয়েটিকে আঘাত করার চেষ্টা করছে না। 

ভিডিওটি দেখে একেবারে তাজ্জব বনে গিয়েছেন অন্যান্য ইউজাররা। বিভিন্ন মন্তব্যও করছেন তাঁরা। 

প্রসঙ্গত royal_pythons_ নামের ওই অ্যাকাউন্ট থেকে আগেও বেশকিছু সাপের ভিডিও শেয়ার করা হয়েছে। আর সেগুলি প্রচুরবার দেখেওছেন নেটিজেনরা। 

 

POST A COMMENT
Advertisement