Varun Grover: 'দু'টাকার কমেডিয়ান,' তীব্র ট্রোলিংয়ের মুখে বরুণ গ্রোভার, বাঙালি নিয়ে Joke বলেছিলেন

বরুণ গ্রোভার, জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ানের উপর চটে লাল বাঙালিরা। তাঁর কমেডি শো-তে বাঙালি জাতিকে নিয়ে মশকরার অছিলায় হ্যাটা করায়, নেটিজেনরা তুলোধরা করছেন তাঁকে। ঠিক কী বলেছিলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান। ভাইরাল হয়েছে ভিডিও...

Advertisement
 'দু'টাকার কমেডিয়ান,' তীব্র ট্রোলিংয়ের মুখে বরুণ গ্রোভার, বাঙালি নিয়ে Joke বলেছিলেনবরুণ গ্রোভার
হাইলাইটস
  • স্ট্যান্ড আপ কমেডিয়ানের উপর চটে লাল বাঙালিরা
  • কমেডি শো-তে বাঙালি জাতিকে নিয়ে মশকরা
  • '২ টাকার কমেডিয়ান' বলে কটাক্ষ নেটিজেনদের

বরুণ গ্রোভার। স্ট্যান্ড আপ কমেডির জগতে বেশ পরিচিত নাম। তাঁর মঞ্চস্থ ছোট ছোট স্কিট সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই ফেলে দেয়। বুদ্ধিদীপ্ত পাঞ্চলাইন শুনে শেয়ার-লাইক, কমেন্টের ছয়লাপ হয়। তবে সম্প্রতি তাঁর একটি শো বিতর্ক তৈরি করেছে। 'নাথিং মেকস সেন্স' নামে একটি শো-তে কমেডিয়ান বাঙালি জাতিকে নিয়ে বেশ কিছু মশকরা করেছেন। হাস্যরসের মোড়কে সেগুলি ছিল কার্যত হ্যাটা এবং অসম্মান। ফলে বাঙালি দর্শকরা মোটে বিষয়টিকে ভাল ভাবে নেয়নি। এমনকী, সঙ্গীতশিল্পী মৌসুনী ভৌমিকের গানকেও ব্যঙ্গ করে গাইতে শোনা গিয়েছে বরুণ গ্রোভারকে। আর তাঁর শো-এর সেই ক্লিপিংস ভাইরাল হতেই তোলপাড় পড়ে গিয়েছে বাঙালি নেটিজেনদের মধ্যে। 

ঠিক কী বলেছিলেন বরুণ গ্রোভার?
'নাথিং মেকস সেন্স' নামে ওই কমেডি শো-তে বরুণকে বলতে শোনা যায়, 'উল্টো কাজ রা, অলস, এগুলো বলতে আপনারা বাঙালিদের কথা বলেন না তো? আমি জানি, আজ দর্শকদের মধ্যেও হয়তো বাঙালি রয়েছেন কেউ কেউ। নিজ গুণে ক্ষমা করে দেবেন আমায়।' তারপর আরও কিছুটা হ্যাটার সুরেই বলেন, 'অবশ্য রেগে গেলেও কোনও ব্যাপার নয় কারণ বাঙালিদের মধ্যে কে-ই বা আবার ৩টে সিঁড়ি ভেঙে আমার সঙ্গে মঞ্চে এসে ঝগড়া করবে।' অর্থাৎ বাঙালি জাতি কুঁড়ে, এটাই বোঝাতে চেয়েছেন হাস্যরসের মোড়কে। দর্শকাসনে বসা অনেকেই তখন করতালি দিচ্ছেন। 

এরপরও থেমে থাকেননি বরুণ। তিনি বাঙালিদের উদ্দেশ করে বলেছেন, 'এরপরও যদি আপনাদের রাগ না কমে তাহলে রাতে বসে একটা কবিতা লিখে নেবেন।' নেটিজেনদের প্রশ্ন, 'এমনটা বলে কি বরুণ প্রমাণ করতে চাইলেন যে বাঙালিরা কাজ কর্ম করে না এবং যাঁরা কবিতা লেখেন তাঁদের নিয়ে চূড়ান্ত মশকরা করা যায়।' বরুণ স্টেজে দাঁড়িয়ে দাবি করেন, তিনি একটু একটু করে বাংলা শিখছেন। তারপরই শিল্পী মৌসুমী ভৌমিকের জনপ্রিয় গানটিকে কার্যত কটাক্ষ করে গেয়ে ওঠেন, 'আমি শুনেছি সেদিন তুমি, নোনবালি তীর দিয়ে...।'

Advertisement

'২ টাকার স্ট্যান্ড আপ কমেডিয়ান'
ক্ষোভে ফেটে পড়েন বাঙালি নেটিজেনরা। কারও কথায়, 'বরুণ গ্রোভার এটার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে।' কেউ আবার বলছেন, 'ওঁর বড় হওয়া, স্কুলিং সবই উত্তরপ্রদেশে। যেখানে মেয়েদের সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে বিবেচনা করা হয়। ক্রাইম, রেপ সবেতেই এগিয়ে থাকে। তারা আবার বাঙালির বিচার করবে কীকরে?' অনেকে তাঁকে '২ টাকার স্ট্যান্ড আপ কমেডিয়ান' বলেও কটাক্ষ করেছেন। কারও মতে, 'উনি বাঙালির সাহিত্য চর্চা সম্পর্কে জানে না, শিল্প-সংস্কৃতি জানে না। রবীন্দ্রনাথ-জীবননান্দ তো দীরের কথা, ওঁর জাতি গত ১০০ বছরে একটা সুনীল গঙ্গোপাধ্যায়ও পায়নি।'

একটা সময়ে CAA-NRC বিরোধিতায় কাগজ দেখাবেন না বলে প্রতিবাদ জানিয়ে দেশের এক শ্রেণীর মানুষের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই বরুণ গ্রোভার। তবে ৫টা নোবেল প্রাইজ, সত্যজিৎ-রবীন্দ্রনাথ-জীবনানন্দ-মেঘনাদ সাহার বাঙালি জাতি সম্পর্কে বরুণের এ হেন মশকরা গেরুয়া বলয়ের পেটোয়া সংস্কৃতি বলেও কটাক্ষ করতে ছাড়েননি সেই নেটিজেনরাই। কেউ বলছেন, 'ভীষণ রাগ হলে বাঙালি কবিতা লিখবে না তো কি আপনাদের মতো ভোজালি দিয়ে কাউকে খুন করবে?' অনেকে আবার বলছেন, 'যাঁদের অলস বলছেন, তাঁরাই দেশের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা নিয়েছেন। আপনার মতো ২ টাকার স্ট্যান্ড আপ কমেডিয়ানকে এই ২ মিনিটের রিলে বোঝানো যাবে না, বাঙালি কি জিনিস।'

 

POST A COMMENT
Advertisement