scorecardresearch
 

ধর্মীয় স্থানের সামনে অশ্লীল প্র্যাঙ্ক Instagram মডেলের, তারপর যা হল...

রুসলান মুরোদজনজোদা যিনি মূলত রুসলান ববিয়েভ নামে খ্য়াত, তিনি রেড স্কোয়ারে সেন্ট বেসিল চার্চের সামনে একটি অশ্লীল প্র্যাঙ্ক ভিডিও তৈরি করেছিলেন। শুধু তাই নয়, সেই সময়, পুলিশ-জ্যাকেটও পরেছিলেন রুসলান। বিশ্বের অন্যতম প্রসিদ্ধ গির্জার সামনে অশ্লীল ভিডিও করার ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় ১০ মাসের সাজা হয় তাঁর। 

গ্রেফতার প্র্যাঙ্ক স্টার গ্রেফতার প্র্যাঙ্ক স্টার
হাইলাইটস
  • গির্জার সামনে অশ্লীল ভিডিও
  • ইনস্টাগ্রামে ক্ষমা চাইলেন মডেল
  • প্র্যাঙ্ক স্টারের ১০ মাসের জেল

ধর্মীয় স্থানের সামনে সেক্স প্র্যাঙ্ক করে বিপাকে প্র্যাঙ্ক স্টার। তাজিকিস্তানের অনলাইন প্র্যাঙ্ক তারকা রুসলান মুরোদজনজোদা রাশিয়ার একট ধর্মীয় স্থানের সামনে সেক্স প্র্যাঙ্ক করার অভিযোগে গ্রেফতার। ১০ মাসের জেল হয়েছে তাঁর। সাজার মেয়াদ শেষ হওয়ার পরেই তিনি মুক্তি পাবেন বলে জানা যাচ্ছে। 

রুসলান মুরোদজনজোদা যিনি মূলত রুসলান ববিয়েভ নামে খ্য়াত, তিনি রেড স্কোয়ারে সেন্ট বেসিল চার্চের সামনে একটি অশ্লীল প্র্যাঙ্ক ভিডিও তৈরি করেছিলেন। শুধু তাই নয়, সেই সময়, পুলিশ-জ্যাকেটও পরেছিলেন রুসলান। বিশ্বের অন্যতম প্রসিদ্ধ গির্জার সামনে অশ্লীল ভিডিও করার ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় ১০ মাসের সাজা হয় তাঁর। 

ভিডিওতে রুসলানের প্রেমিকা চিস্তোভাকে হাঁটু গেড়ে বসে অভিনয় করতে দেখা গিয়েছে। এই ঘটনায় ইনস্টাগ্রামে ক্ষমা চাইলেও মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অপরাধে তাঁদের দোষী সাব্যস্ত করে আদালত। জানা গিয়েছে সাজা শেষে রুসলানকে তাজিকিস্তানে নির্বাসিত করা হবে। 

প্রসঙ্গত, রুসলান হলেন একজন অনলাইন প্র্যাঙ্ক স্টার এবং তাঁর প্রেমিকা হলেন একজন ইনস্টাগ্রাম মডেল। সাজার আগে ইনস্টাগ্রামে এক ভিডিওতে এই কাজের জন্য ক্ষমও চান চিস্তোভা।