scorecardresearch
 

৫ বছর ধরে বিয়ে হচ্ছে না, শহরজুড়ে পোস্টার দিলেন যুবক; কী লেখা জানেন?

তামিলনাড়ুর মাদুরাইয়ের বাসিন্দা জগন বিগত বেশকিছু বছর ধরেই বিয়ের জন্য পাত্রী খুঁজছেন। কিন্তু বিয়ের জন্য উপযুক্ত পাত্রী পাননি তিনি। তাই এক অভিনব উপার বের করলেন জগন। এবার তিনি নিজের এলাকায় বড় বড় পোস্টার লাগালেন, যাতে লেখা  'Miss Right'।

Advertisement
পোস্টার ছাপালেন জগন পোস্টার ছাপালেন জগন
হাইলাইটস
  • বিয়ের জন্য অভিনব কাণ্ড
  • পোস্টার লাগালেন যুবক
  • লেখা সমস্ত তথ্য

গত ৫ বছর ধরে বিয়ের জন্য পাত্রী খুঁজে পাচ্ছেন না এক যুবক। এমতাবস্থায় পাত্রী খুঁজে পেতে অভিনব এক পন্থা নিলে তিনি, যা দেখে সবাই হতবাক।

তামিলনাড়ুর মাদুরাইয়ের বাসিন্দা জগন বিগত বেশকিছু বছর ধরেই বিয়ের জন্য পাত্রী খুঁজছেন। কিন্তু বিয়ের জন্য উপযুক্ত পাত্রী পাননি তিনি। তাই এক অভিনব উপার বের করলেন জগন। এবার তিনি নিজের এলাকায় বড় বড় পোস্টার লাগালেন, যাতে লেখা  'Miss Right'।

পোস্টারে নিজের সম্পর্কে সমস্ত তথ্য দিয়েছেন জগন। নিজের ছবির সঙ্গে বয়স থেকে বেতন পর্যন্ত সবই উল্লেখ করেছেন তিনি। নিজের সম্পর্কে পোস্টারে জগন লিখেছেন, তিনি একজন ডিজাইনার এবং তিনি BSC আইটি পাশ করেছেন। এছাড়াও, তিনি একটি প্রাইভেট কোম্পানিতে ম্যানেজার পদে কাজ করেন। তাঁর বেতন প্রায় ৪০ হাজার। এ ছাড়া তাঁর নামে একটি জমিও রয়েছে।

স্থানীয় একটি চ্যানেলের সঙ্গে কথা বলার সময় জগন বলেন, 'গত পাঁচ বছর ধরে পাত্রী খুঁজছি, কিন্তু সফলতা পাইনি। তাই আমি অনেক পোস্টার ডিজাইন করেছি। ভাবলাম নিজের জন্য পোস্টার কেন বানাতে পারি না?' জগন আরও বলেন, পাত্রী খোঁজার প্রতিশ্রুতি দিয়ে অনেকে তাঁর কাছ থেকে টাকা ও তার কুষ্ঠি ​​নিয়েছিল, কিন্তু তাঁরা কেউ আর ফিরে আসেননি।

আরও পড়ুনআঙুর-পেঁয়াজ একসঙ্গে খেলে ভাল থাকে হার্ট, রইল ৫ ফাটাফাটি ফুড কম্বিনেশন

 

Advertisement