
এটাই কী সবচেয়ে ছোট ফ্ল্যাট? মাত্র ১৩৮ স্কোয়্যার ফুটেই বাথরুম-কিচেন-বেডরুম!Tiniest Apartment: বড় বড় শহরে প্রতিদিন রুজির টানে হাজির হচ্ছেন হাজার হাজার মানুষ। ফলে জনসংখ্যা বাড়ছে আর একইসঙ্গে কমছে থাকার জায়গা। মাথা গোঁজার এক চিলতে ঠিকানা খুঁজতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে মানুষকে। ঠিকানার অভাবে কাউকে রাস্তাতেই রাত কাটাতে হচ্ছে।
কিন্তু এই পরিস্থিতির সঙ্গেও এখন মানিয়ে নিয়েছে জাপান। ‘তেঁতুল পাতায় ন’জন’ থাকার মতোই জাপানে শহুরে সজনরা এক চিলতে জায়গার ফ্ল্যাটেও ঠাঁই পাতছেন অন্তত মাথা গোঁজার মোত একটা আস্তানার তাগিদে। জাপানে এখন জনসংখ্যা প্রায় ১২.৫৭ কোটি (২০২১ সালের হিসাব অনুযায়ী)। সীমিত জমিতে সকলের ঠাঁই জোগাতে গিয়ে সেখানে ক্রমশই ছোট হচ্ছে আস্তানার আয়তন। পায়রার খোপের মতো এক কামরার এক চিলতে ফ্ল্যাটেও সংসার পেতেছেন জাপানের অনেক শহরবাসী।

জাপানের রাজধানী টোকিয়োতে আক্ষরিক অর্থেই 'পায়রার খোপে'র মতো ছোট্ট ফ্ল্যাটে থাকতে শুরু করেছেন অনেকে। সম্প্রতি সেই ফ্ল্যাটের অন্দরমহলের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন নর্ম নাকামুরা নামের এক ইউটিউবার। নর্ম নাকামুরা নিজের ইউটিউব চ্যানেল ‘টোকিয়ো লেনস’-এ একটি ভিডিয়ো পোস্ট করেছেন, যা দেখে চোখ কপিলে উঠেছে সকলেরই!
ফ্ল্যাটের একমাত্র ঘরটি লম্বায় মেরেকেটে ৮ ফুট, চওড়া তার থেকেও কম। ফ্ল্যাটের মধ্যে ঘরগুলিকে আলাদা করা হয়েছে ইটের মতো দেখতে স্পঞ্জের তৈরি দেওয়াল দিয়ে। টোকিয়োয় দুই রাস্তার সংযোগস্থলে বড়জোড় ৩-৪টে ছোট গাড়ি পার্ক করার মতো জায়গায় তৈরি করা হয়েছে আস্ত একটা 'বহুতল'! বহুতল বললেও দূর থেকে একে দেখে একটা সামান্য চওড়া একটা উঁচু পাঁচিল বলে মনে হতে পারে।

কিন্তু এই ছোট্ট ছোট্ট ফ্ল্যাটগুলিতেই সববাস করছে কয়েকটি পরিবার। নর্ম ভিতরে ঢুকে দেখেন, এক চিলতে সেই ফ্ল্যাটে রয়েছে বেশ কয়েকটি তলা এবং প্রতিটি তলায় রয়েছে একাধিক ফ্ল্যাট রয়েছে। এই বহুতলে ঢোকার মুখে দাঁড়িয়ে জুতো খোলার জায়গাটুকু পর্যন্ত নেই!
আবাসনের বাথরুমে একজন ছিপছিপে চেহারার মানুষ কোনও মতে দাঁড়িয়ে স্নানটুকু সারতে পারবেন। শৌচালয়ের এক কোণে একটি বাথটব থাকলেও সেখানে বড়জোড়ব গুটিশুটি মেরে বসে স্নান করতে হবে। এই সব ফ্ল্যাটের মাপ মাত্র ১৩৮ বর্গফুট থেকে ১৫০ বর্গফুট। এই রকম এক একটি মাসে ফ্ল্যাটের ভাড়া ৪০ হাজার জাপানি ইয়েন। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২২ হাজার টাকার সমান।