scorecardresearch
 

ইনি অনলাইনে বাতকর্ম সারেন ও বেচেন, রোজগার শুনলে চমকে যাবেন!

অনেক পেশার কথাই তো শুনেছেন, নিজের 'বাতকর্ম' (Fart) বেচেও যে রোজগার করা যায়, তা শুনেছেন কি? আমেরিকার রিয়েলিটি টিভি তারকা স্টেফানি ম্যাটো এই কারণেই উঠে এসেছেন খবরের শিরোনামে। তাঁর পেশা হল 'ফার্ট বা বাতকর্ম'। অনলাইনে 'বাতকর্ম' বিক্রি করে রোজগার করছেন কয়েক লক্ষ টাকা। টাকার চাদরে শুয়ে এই তারকা।

Advertisement
অনালাইনে নিজের 'বাতকর্ম' বেচছেন জনপ্রিয় এই টেলি তারকা অনালাইনে নিজের 'বাতকর্ম' বেচছেন জনপ্রিয় এই টেলি তারকা
হাইলাইটস
  • অনলাইনে 'বাতকর্ম' বিক্রি করে রোজগার করছেন কয়েক লক্ষ টাকা
  • আমেরিকার রিয়েলিটি টিভি তারকা স্টেফানি ম্যাটো এই কারণেই উঠে এসেছেন খবরের শিরোনামে
  • তাঁর এই পেশার কথা তিনি নিজেই একটি ভিডিওতে জানিয়েছেন

অনেক পেশার কথাই তো শুনেছেন, নিজের 'বাতকর্ম' (Fart) বেচেও যে রোজগার করা যায়, তা শুনেছেন কি? আমেরিকার রিয়েলিটি টিভি তারকা স্টেফানি ম্যাটো এই কারণেই উঠে এসেছেন খবরের শিরোনামে। তাঁর পেশা হল 'ফার্ট বা বাতকর্ম'। অনলাইনে 'বাতকর্ম' বিক্রি করে রোজগার করছেন কয়েক লক্ষ টাকা। টাকার চাদরে শুয়ে এই তারকা।

তাঁর এই পেশার কথা তিনি নিজেই একটি ভিডিওতে জানিয়েছেন। উল্লেখ্য, স্টেফানি ম্যাটো আমেরিকান রিয়েলিটি শো '৯০ ডে ফিয়ান্স' থেকে আলোচনার কেন্দ্রে থাকেন। তবে সেসময় যত না চর্চায় ছিলেন তার থেকে দ্বিগুণ চর্চায় এখন।

আসলে, স্টেফানি কিছুদিন ধরে অনলাইন ফার্ট (ওমেন সেল ফার্ট) ব্যবসা শুরু করেছেন। শুনে অবাক হলেও, এটাই সত্যি।

'বাতকর্ম' বিক্রি করে আয় করেছেন ৩৮ লাখ টাকা

তাঁর ইনস্টাগ্রামের (Instagram) একটি ভিডিওতে তিনি 'বাতকর্ম' বিক্রির পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করেছেন। স্টেফানি জানান, একটি কাচের বোয়ামে একটি গোলাপের পাপড়ি রেখে দেন, এর মধ্যে থাকে একটি ব্যক্তিগত বার্তাও। মাত্র এক সপ্তাহে প্রায় ৩৮ লক্ষ টাকা উপার্জন করেন তিনি।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Stephanie Matto (@stepankamatto)

Advertisement

কিন্তু কেন এমন করেন?

টিভি তারকা স্টেফানি ম্যাটো জানান, তিনি নিজের খাওয়া দাওয়ার নিয়ে খুবই সজাগ থাকেন, তাই এমন খাবার খান যা পেটের ভিতর ভালো গ্যাস তৈরি করতে পারে। কড়াইশুঁটি, প্রোটিন, ডিম, দই ইত্যাদি খান। গ্যাস এলে তা কাচের বোতলে (জার) ভরে নেন। এই বোতলে আগে থেকেই ফুলের পাতা ভরা থাকে। এমন অবস্থায় গ্যাসের দুর্গন্ধ ফুলের সুবাসে পরিণত হয়। পরে তা মানুষের কাছে বিক্রি করে।

স্টেফানি ম্যাটোর ইনস্টাগ্রামে ২৬৫ হাজার ফলোয়ার রয়েছেন। এখানেই অনলাইন ফার্ট সম্পর্কে ব্যবহারকারীদের জানান। তাঁর বক্তব্য, মানুষই তা চেয়ে পাঠান। এমনকি অনেক ব্যবহারকারী তাঁর পরা অন্তর্বাস, চুল, স্নানের জল ইত্যাদিও চেয়ে থাকেন। তিনি এখন পর্যন্ত ৭৮টি ফার্টের অর্ডার পেয়েছেন তারকা, চাহিদা মেটাতে যথেষ্ট পরিশ্রম করছেন তিনি।
 

Advertisement