Viral Resignation Letter Of 3 Words: সোশ্যাল মিডিয়াতে একটা ইস্তফাপত্র এখন ভাইরাল হয়ে গিয়েছে। এক ব্যক্তি তার কোম্পানির বসকে ইস্তফাপত্র (Resignation Letter) পাঠিয়েছেন। সেই ইস্তফাপত্র সোস্যাল সাইটে (Soicial Site) পোস্ট করে দিয়েছেন এক ব্যক্তি। সোশ্যাল তারপর থেকেই কমেন্ট (Comment) শেয়ার, (Share) মিমের (Meme) বন্যা বয়ে গিয়েছে। ইস্তফাপত্রে আসলে কী আছে? পত্রটিকে অনেকেই সঠিক এবং সাধারণ বলে প্রশংসা করেছেন।
জানেন কী আছে পত্রে?
সাধারণভাবে ইস্তফা পত্র লেখার সময় আমরা অনেক কিছু চিন্তা-ভাবনা করি। অনেক কিছু লিখি। বেশ কিছু কর্মীরা কোম্পানির বস নিজেদের সম্পর্ক খারাপ করতে চান না। তাই ভাল ভাল কথা লিখে বিদায় সম্ভাষণ জানান এর কারণ হলো, বলা যায় না প্রাইভেট জবে কোনও সময়ে তাকে সেই কোম্পানিতে ফিরে আসতে হলো। তাই সেই রাস্তা তারা পরিষ্কার করে রেখে যেতে চান। কিন্তু এই সমস্ত ঊর্ধ্বে এক এমপ্লয়ি তার রেজিগনেশন লেটার যা কোম্পানিকে পাঠিয়েছিলেন। তা সোশ্যাল মিডিয়াতে এখন চর্চার সঙ্গে রয়েছে।
এই ব্যক্তির ইস্তফাপত্র শুধু মাত্র তিন শব্দে লেখা
তিনটি শব্দ লেখা। "Bye Bye Sir". (বাই বাই স্যর)। তাহলে বুঝুন কাণ্ড। একটি ফটো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। টুইটারে শেয়ার করা হয়েছে ফটোটি।
এই ট্যুইটের পর দুই লাখের বেশি লোক এটিকে লাইক করেছেন এবং প্রায় ৬০,০০০ লোকেরা রি-টুইট করেছেন। এই টুইট সোশ্যাল মিডিয়াতে লাগাতার চর্চার বিষয় হয়ে রয়েছে। পোস্টের উপরে কেউ লেখেছেন, কমসেকম এটি এখনও ফর্মাল, আরেকজন লিখেছেন এটা সাধারণ এবং সোজা, স্ট্রেট ফরওয়ার্ড যে, কাউকে কিছু এক্সপ্লেন করার প্রয়োজন নেই। তৃতীয়জন লিখেছেন টু দ্য পয়েন্ট।
এছাড়াও অনেক লোকেরা ফানি রেজিগনেশন লেটার শেয়ার করেছেন। একজন ফটো শেয়ার করেছেন যার মধ্যে লেখা ডিয়ার স্যার মজা নেহি আরা হ্যায়। একজন শেয়ার করে লিখেছেন রেস্পেক্টেড স্যার, লিখেছেন সরি ফর ইউর লস। এটি আমি। আমি আপনার সেই ক্ষতি।
Smallest resignation letter ✉️ pic.twitter.com/Uc1Zkh2Xk8