
ভাইরাল ভিডিওর ছবিVrmala Viral Video 2022: বরমালা ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়াতে দুর্দান্ত ভাইরাল হয়ে গিয়েছে। বহুলোক এটিকে লাগাতার শেয়ার করে চলেছেন। আসলে কনে মালা পরতে গিয়ে যে স্টান্ট করেছেন তা দেখেই লোক হয়রান।
বরমালার ভাইরাল ভিডিও
লেটেস্ট ভারতে ভিডিও খুব ভাইরাল হয় কখনও বিয়ের নাচ, আবার কখনও বরের বিভিন্ন নৌটঙ্কি। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে বেশি সময় নেয় না। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে বরমালা পড়ানোর সময় অনেক লোককে চমৎকৃত করেছে। নেটিজেনরা ফ্লেক্সিবিলিটি দেখে চমৎকৃত হয়েছেন।
বর যখনই কনেকে বরমালা পড়াতে গিয়ে সামনে ঝুঁকেছেন। কনে ফ্লেক্সিবিলিটির সঙ্গে এক ঝটকায় পেছনে চলে গিয়েছেন। দাঁড়িয়ে থাকা অবস্থায় কোমর বেঁকিয়ে প্রায় মেঝেতে লাগিয়ে ফেলেন। মালা পরানোর চেষ্টা করতে থাকেন বর। কিন্তু তিনি সফল হন না। কিন্তু শেষমেশ কনে ধরা দিলে বর তাকে মালা পরিয়ে হাঁফ ছেড়ে বাঁচেন।
কিন্তু কনের এই জিমনাস্টিক স্টাইল ভিডিওবন্দি করে বরের বন্ধুরা ইন্টারনেটে ছেড়ে দেন। তারপর থেকেই এটি শেয়ার করা হচ্ছে। এই ভিডিওটি ইনস্টাগ্রামের ১৭ ই জানুয়ারি পোস্ট হয়েছে। তারপর থেকেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে চলেছে।
ইউজাররা একের পর এক মজার কমেন্ট এবং টিপ্পনি করে চলেছেন। ম্যাট্রিক্সের স্টান্ট এর মতোই ওই কনে স্টান্ট করেছেন বলে অনেকেই মন্তব্য করছেন। তাকে মেট্রিক্স ব্রাইড বলেও কমেন্ট করেছেন। কেউ কেউ বলছেন দিদি পাক্কা যোগা টিচার হবেন। এই ভিডিওটি ইতিমধ্যেই ৩ লক্ষের বেশি শেয়ার হয়ে গিয়েছে।
