scorecardresearch
 

Viral Video : পর্যটকবোঝাই গাড়ি টানছে বাঘ, ভিডিও দেখে চমকে উঠছেন সকলে

আস্ত একটা গাড়িকে কামড়ে টেনে নিয়ে যাচ্ছে বাঘ। সম্প্রতি সোশ্যাাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ভিডিওটে দেখা যাচ্ছে, গাড়ির মধ্যে অনেক যাত্রী বসে রয়েছেন। গাড়িটি থেমে রয়েছে। এমন অবস্থায় একটি বাঘ অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিল। আচমকা গাড়িটির পিছনের অংশ কামড়ে টানতে শুরু করে।

Advertisement
গাড়ি টানছে বাঘ। ঘটনার ছবি গাড়ি টানছে বাঘ। ঘটনার ছবি
হাইলাইটস
  • পর্যটকবোঝাই গাড়ি টানছে বাঘ
  • ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
  • ভিডিও দেখে চমকে উঠছেন সকলে

আস্ত একটা গাড়িকে কামড়ে টেনে নিয়ে যাচ্ছে বাঘ। সম্প্রতি সোশ্যাাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ভিডিওটে দেখা যাচ্ছে, গাড়ির মধ্যে অনেক যাত্রী বসে রয়েছেন। গাড়িটি থেমে রয়েছে। এমন অবস্থায় একটি বাঘ অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিল। আচমকা গাড়িটির পিছনের অংশ কামড়ে টানতে শুরু করে। বেশ কিছুটা টেনে নিয়ে আসে গাড়িটি। বেশ কিছুক্ষণ ধরেই এমন চলতে থাকে। পাশে থাকা ওই অভয়ারন্যের আরেকটি গাড়ি থেকে ভিডিওটি করা হয়। পরে ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়ে যায়।

 


ঠিক কী ঘটনা

জানা গিয়েছে, ভিডিওটি কর্ণাটকের বানেরঘাট্টার। সেখানে বাঘ দেখতে এসেছিলেন পর্যটকেরা। তখন গাড়ি করে ঘোরার সময়ে আচমকা বাঘের এমন কাণ্ডের মুখে পড়েন তাঁরা। বাঘটি কেন এমন কাণ্ড করল, তা ঘিরে দ্বিমত পোষণ করেছেন নেটিজেনরা।  কয়েকজনের দাবি, গাড়িটি বাঘের যাওয়ার সময়ে সামনে এসে দাঁড়িয়েছিল। তাই রাগের জেরে গাড়িটিকে টানতে টানতে পিছন দিকে নিয়ে আসে।

আরও পড়ুন, Viral video : কুকিজ বিক্রির জন্য ছোট্ট মেয়ের মিনতি, ভিডিও দেখলে চোখ ফেরাতে পারবেন না

আবার কয়েকজনের দাবি, বাঘটির খেলার মুডে ছিল। তাই গাড়িটির সঙ্গে খেলার চেষ্টা করছিল। তবে ভিডিওটি একবার নজর দিলেন বোঝা যায় বাঘের শক্তি কতটা হতে পারে। যাত্রীবোঝাই একটা বড় গাড়ির ওজন স্বাভাবিক বেশি হবেই। সেই গাড়িটিকে টানতে টানতে নিয়ে এসে বাঘটি। 

ভিডিও ভাইরাল

গাড়ি এমন ভাবে বাঘ টানাটানি করলেন স্বাভাবিক ভাবেই ভয়ে কাপবেন যে কেউ। তবে যাত্রীরা ভয়ে চিৎকার কেউ করেননি। গাড়ি চালক অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিস্থিতি মানিয়ে নিয়ন্ত্রণ করেছিলেন। ভিডিওর শেষের দিকে দেখা যাচ্ছে চালক গাড়িটি পিছনের দিকে নিয়ে যাচ্ছে। আর বাঘটি পিছনের দিকেই ছিলেন। অনেকের দাবি, এর ফলে বাঘটির আঘাত লাগবে পারত। কিন্তু অনেকে দাবি করছেন, গাড়িটি খুব ধীর গতিতে পিছনের দিকে এগোচ্ছিল। এভাবে গাড়ি টানার ফলে বাঘের মুখেও ক্ষতি হতে পারত। তাই গাড়ি চালক  ধীরে ধীরে গাড়িটি সরানোর চেষ্টা করেন। তবে যাই হোক, ভিডিওটি দেখে চমকে গিয়েছেন সকলে।

Advertisement

Advertisement