Viral: 'বসন্তীকে না পেলে...', প্রেমিকা-সঙ্গ পেতে মোবাইল টাওয়ারে চড়লেন যুবক

প্রেমিকাকে না পেয়ে মোবাইল টাওয়ারের মাথায় চড়লেন প্রেমিক। ছত্তিশগড়ের গড়িয়াবান্ধ জেলার মৌনপুরের ঘটনা। বান্ধবীর সঙ্গে থাকার গোঁ ধরেছিল প্রেমিক। নাম রেখেছেন 'বাসন্তী। আর তাঁকে না পেয়েই মোবাইলের টাওয়ারের মাথায় উঠে পড়েন যুবক।

Advertisement
'বসন্তীকে না পেলে...', প্রেমিকা-সঙ্গ পেতে মোবাইল টাওয়ারে চড়লেন যুবকপ্রেমিকাকে পেতে মোবাইল টাওয়ারে চড়লেন যুবক

প্রেমিকাকে না পেয়ে মোবাইল টাওয়ারের মাথায় চড়লেন প্রেমিক। ছত্তিশগড়ের গড়িয়াবান্ধ জেলার মৌনপুরের ঘটনা। বান্ধবীর সঙ্গে থাকার গোঁ ধরেছিল প্রেমিক। নাম রেখেছেন 'বাসন্তী। আর তাঁকে না পেয়েই মোবাইলের টাওয়ারের মাথায় উঠে পড়েন যুবক। আশপাশের লোকজন দেখতে পেয়ে ঘটনাস্থলে ভিড় জমায়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর যুবককে নামিয়ে আনে।

তথ্য অনুযায়ী, মোবাইল টাওয়ারে ওঠা যুবকের নাম রোহন। 'বসন্তী' অর্থাৎ তাঁর বান্ধবীকে না পাওয়া পর্যন্ত নামবেন না বলে জেদ করতে থাকেন যুবক। পুলিশ এসে পৌঁছলে  এসডিওপি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে যুবককে বোঝানোর চেষ্টা করেন। তাও আবার দিনদুপুরে নয়, গভীর রাতে টাওয়ারে উঠে পড়েন।  তাঁকে নামতে বলা হলে বান্ধবীকে ফোন করার দাবি করতে থাকেন। 

টাওয়ারে বসে বারবার চিৎকার করে বলতে শুরু করেন, "বাসন্তীকে না পেলে নামব না।" গ্রামবাসীদের ডাকাডাকিতে কাজ না হওয়ায় পুলিশ ডাকেন স্থানীয়েরা। তাঁকে নীচে নামানোর জন্য অনেক চেষ্টা করলেও সে তার দাবিতে অনড়।

এরপর পুলিশ ও স্থানীয় লোকজনের কয়েক ঘণ্টা চেষ্টার পর অবশেষে ওই যুবককে নিরাপদে নামানো হয়। মইনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিব হুডা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে যুবকের মানসিক অবস্থা ঠিক আছে কি না। তার এই কর্মকাণ্ডের আসল কারণ কী তা জানার চেষ্টা করছে পুলিশ।
 

POST A COMMENT
Advertisement