scorecardresearch
 

জ়োম্যাটো বিতর্ক : "বিনামূল্যে খাবার খাওয়াই ছিল হিতেশার স্বভাব", দাবি প্রাক্তন রুমমেটের

যত দিন এগোচ্ছে, ততই যেন বেশি করে দানা বাঁধতে শুরু করেছে জ়োম্যাটো বিতর্ক। ইতিমধ্যে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন জেসমিন নেহরা নামে হিতেশা চন্দ্রানীর এক প্রাক্তন রুম মেট। তাঁর দাবি, ইতিপূর্বে বহুবারই হিতেশা এমন কাণ্ড ঘটিয়েছেন। তিনি অধিকাংশ সময়েই বিভিন্ন ফুড ডেলিভারি অ্যাপে খাবার অর্ডার দিতেন এবং সেটা বিনামূল্যে নেওয়ার চেষ্টা করতেন। সঙ্গে ছিল অভব্য আচরণও। এই মন্তব্য ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।

Advertisement
হিতেশার বিরুদ্ধে বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটি থানায় অভিযোগ দায়ের করছেন কামরাজ হিতেশার বিরুদ্ধে বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটি থানায় অভিযোগ দায়ের করছেন কামরাজ
হাইলাইটস
  • বিনামূল্যে খাবার খাওয়াই ছিল ওই মহিলার স্বভাব, দাবি প্রাক্তন রুমমেটের
  • ওই মহিলার বিরুদ্ধে বেঙ্গাালুরুর ইলেকট্রনিক সিটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
  • অভিযোগ, ওই মহিলা নাকি ডেলিভারি বয়কে জুতো দিয়ে পিটিয়েছেন

যত দিন এগোচ্ছে, ততই যেন বেশি করে দানা বাঁধতে শুরু করেছে জ়োম্যাটো বিতর্ক। ইতিমধ্যে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন জেসমিন নেহরা নামে হিতেশা চন্দ্রানীর এক প্রাক্তন রুম মেট। তাঁর দাবি, ইতিপূর্বে বহুবারই হিতেশা এমন কাণ্ড ঘটিয়েছেন। তিনি অধিকাংশ সময়েই বিভিন্ন ফুড ডেলিভারি অ্যাপে খাবার অর্ডার দিতেন এবং সেটা বিনামূল্যে নেওয়ার চেষ্টা করতেন। সঙ্গে ছিল অভব্য আচরণও। এই মন্তব্য ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।

একটি ইউটিউব ভিডিও'র কমেন্ট সেকশনে জেসমিন নেহরা লিখেছেন, "বেঙ্গালুরুতে প্রায় তিন বছর ধরে হিতেশা আমার রুমমেট ছিল। সেইসময় ডমিনোজ় এবং পিৎজ়া হাট থেকে হামেশাই ও পিৎজ়া অর্ডার দিত। ওর সঙ্গে আমার অনেক ছবিও রয়েছে। আমি শুধুমাত্র এটুকুই বলতে চাই যে বিনামূল্যে খাবার খাওয়াটাই ওর স্বভাব ছিল। সেইসঙ্গে খারাপ ব্যবহারও করত।"

হিতেশার প্রাক্তন রুমমেটের বক্তব্য

আসল ঘটনাটি কী?

খাবার দিতে দেরি হওয়ায়, এক মহিলা 'জোম্যাটো'-র ডেলিভারি বয়ের কাছ থেকে খাবার নিতে অস্বীকার করেন। অভিযোগ, এর পরেই ওই ডেলিভারি বয় মহিলার মুখে ঘুসি মারেন। ওই মহিলা পরে একটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। যা পরে পুরোপুরি ভাইরাল হয়ে যায়। ওই মহিলা কাস্টমার কেয়ারেও ফোন করে খাবার বাতিল করতে বলেছিলেন।  কিন্তু তার পরেই ডেলিভারি বয় তার কাছে খাবার নিয়ে আসেন। ওই মহিলার দাবি, ডেলিভারি বয় আসতেই তিনি খাবার নিতে অস্বীকার করেন। এর পরেই ওই ডেলিভারি বয়ের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায় তার। সেই সময়ে অভিযোগ ওই ডেলিভারি বয় তাকে ঘুসি মারেন। এরপর বেঙ্গালুরু পুলিশ ঘটনার পক্ষ থেকে সঠিক তদন্তের আশ্বাস দেন।  ঘটনার পরে জ্যোমাটোর পক্ষ থেকেও ক্ষমা চাওয়া হয়। তারা জানিয়েছে, পুলিশ যথাযথ সাহায্য করবে তারা। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না হয়, তাতে খেয়াল রাখা হবে।  ওই ডেলিভারি বয়ের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে ফুট ডেলিভারি এই সংস্থা।

Advertisement

থানায় দায়ের করা হয়েছে অভিযোগ

ইতিমধ্যে কামরাজ নামে ওই ডেলিভারি বয় হিতেশার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। সেখানে দাবি করা হয়েছে, হিতেশা তাঁর জুতো দিয়ে কামরাজকে পিটিয়েছেন, তাঁকে অসম্মান করেছেন এবং অশালীন ভাষা প্রয়োগ করেছেন। সংবাদ সংস্থা ANI-এর খবর অনুসারে, বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটি পুলিশ স্টেশনে হিতেশার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুসারে ৩৫৫, ৫০৪ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। 

কামরাজের বক্তব্য

জ়োম্যাটোর সেই ডেলিভারি বয় দাবি করেন, ওই মহিলা তাঁকে জুতো দিয়ে মারতে এসেছিলেন। সেই পরিস্থিতিতে জুতো পেটার হাত থেকে বাঁচতে তিনি প্রতিরোধ করতে চেষ্টা করেন। সেই মুহূর্তে ওই মহিলা ছিটকে গিয়ে পড়েন এবং তাঁর নাকে লাগে। সেই সঙ্গে তাঁর আঙ্গুলে পরা আংটির আঘাতে তাঁর নাক কেটে যায় ও রক্ত বেরোতে শুরু করে। এরপরই তিনি ওই ডেলিভারি বয়কে ঘুসি মেরে নাক ফাটিয়ে দেওয়ার মিথ্যে অভিযোগ আনেন। 

এই ঘটনার পর উত্তাল সোশ্যাল মিডিয়া। অনেকেই ডেলিভারি বয়ের জন্যে ন্যায় চাইছেন। যখন গোটা দেশে এই নিয়ে নেট মাধ্যমে অনেক লেখালেখি হচ্ছে, ঠিক সেই সময়ে সরব হলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। ট্যুইট করে সংস্থার তিনি আবেদন করেছেন এবিষয়ে সঠিক তদন্ত করার জন্য।

পরিণীতি ট্যুইট করে লিখেছেন, "জোম্যাটো ইন্ডিয়া- দয়া করে সত্য অনুসন্ধান করুন এবং সকলের সামনে সত্যিটা তুলে ধরুন। যদি সেই ভদ্রলোক নির্দোষ হন (আমি বিশ্বাস করি তিনি নির্দোষ), দয়া করে আমাদের সাহায্য করুন ওই মহিলার শাস্তির ব্যবস্থা করা হোক। এই ঘটনা লজ্জাজনক ও অমানবিক। আমি যদি কোনও ভাবে সাহায্য করতে পারি, অবশ্যই জানান।"

Advertisement