Advertisement

School Makes A Swimming Pool: স্কুল ঘরই হয়ে গেল সুইমিং পুল, দারুণ মজায় পড়ুয়াদের জলে হুটোপুটি

এই গরমে ঘর থেকে বাইরে যেতেই ইচ্ছা করে না। যা রোদ্দুর বাইরে। আর ঘুম থেকে স্কুলে যেতে বাচ্চাদের তো ইচ্ছাই করে না। মনে হয় জলের মধ্যেই সারাদিন কাটাই। কিন্তু স্কুল ঘরটাই যদি হঠাৎ সুইমিং পুল হয়ে যায় তাহলে কেমন হবে। হ্যাঁ এরকমই হয়েছে উত্তরপ্রদেশের একটি স্কুলে। স্কুলে গিয়ে তারা দেখে স্কুল ঘরের মধ্যেই জল ঢেলে সুইমিং পুল বানানো হয়েছে। ব্যাস আর পায় কে। সবাই মিলে ঝাপিয়ে পড়া হল জলে। জলের মধ্যেই চলে হুটোপুটি। দেখুন ছোট ছোট বাচ্চারা কেমন জলকেলি করছে।

Advertisement
POST A COMMENT