বিরাট কোহলির পরে ভাইরাল ভিডিওতে সুনীল শেট্টির সঙ্গে নাচল নরওয়েজিয়ান ডান্স গ্রুপের। নরওয়েজিয়ান ডান্স গ্রুপ কুইক স্টাইল বর্তমানে টক অফ দ্য টাউন হয়েছে। কলাকুশলীরা বলিউডের হিট গান কালা চশমাতে তাদের অনন্য নাচের রুটিনের জন্য ভাইরাল হয়েছিল। কদিন আগেই বিরাট কোহলিকে এই গ্রুপের সঙ্গে নাচতে দেখা যায়। এবার দেখা গেল অভিনেতা সুনীল শেট্টি এই গ্রুপের সঙ্গে নাচতে দেখা গেল।