Advertisement

Arijit Singh Concert: অরিজিতের চোখে জল কনসার্টের মাঝেই, কার ছবি আঁকড়ে ধরলেন?

কনসার্টের মাঝেই গান করতে করতে হঠাৎ চোখে জল অরিজিত সিং-এর। মাঝপথেই খনিকের জন্য থেমে গেলেন গায়ক। কিন্তু কেন? কার ছবি বুকে আঁকড়ে ধরলেন? ভিডিও ঘিরে প্রশ্ন দানা বেঁধেছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর খ্যাতি ছড়িয়ে দেশ-বিদেশে। তাঁর কন্ঠের যাদুতে মুগ্ধ আসমুদ্রহিমাচল। টলিউড থেকে বলিউড তাঁর গান ভোলার নয়। সেই অরিজিৎ সিংয়ের চোখেই জল চলে এল কনসার্টে গান গাইতে গাইতে। দেশ-বিদেশের একাধিক জায়গাতেই অরিজিৎ সিং লাইভ কনসার্ট করে থাকেন। আর অরিজিৎ সিংকে কাছে পেয়ে ভক্তদের আবেগ হয় দেখার মতন। সেরকমই এক ভক্তের কাণ্ডে মঞ্চে দাঁড়িয়েই চোখে জল দেখা গেল গায়কের।

Arijit Singh got emotional during live concert

Advertisement