Advertisement

Bandel RPF Personnel Viral Video: ব্যান্ডেলে আচমকা ট্রেনের চাকা গড়াল, ট্র্যাকে শুয়ে বাঁচলেন RPF জওয়ান, দেখুন রোমহর্ষক VIDEO

হাড় হিম করা ভিডিও! উপস্থিত বুদ্ধির জোরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন আরপিএফ কর্মী। দূরপাল্লার ট্রেনের তলায় ট্র্যাকে তল্লাশির সময়, হঠাৎ চলতে শুরু করল ট্রেন। তৎক্ষণাৎ নিজের বুদ্ধি কাজে লাগিয়ে দুটি লাইনের মাঝে শুয়ে নিজের প্রাণ বাঁচালেন এক RPF কর্মী। ঘটনাটি ঘটেছে হুগলির ব্যান্ডেলে। ওই আরপিএফ কর্মীর নাম মিথিলেশ কুমার। জানা গেছে, মিথিলেশ ব্যান্ডেলে আরপিএফ কনস্টেবল পদে কর্তব্যরত। গত বৃহস্পতিবার তিনি দূরপাল্লার ট্রেনের তলায় ট্র্যাকে তল্লাশী করছিলেন। সেই সময় এই ঘটনা ঘটে। এরপরই তাঁকে প্রাথমিক চিকিৎসা করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

Advertisement
POST A COMMENT