Advertisement

Birbhum Tarapith Mandir Police Viral: তারাপীঠ মন্দিরে বোতল খাচ্ছে মমতার বাধ্য পুলিশ, কালীঘাট কি অন্ধ?

RG করকাণ্ডে উত্তাল গোটা রাজ্য। তাঁর আঁচ পড়েছে বিশ্বেও। বারবার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। আবারও প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে। তবে এবারের ঘটনা এই রাজধানীতে না। এবারের ঘটনা জেলায়, বীরভূমে। বীরভূম বললেই তারাপীঠের কথা মনে আসে। বামদেবের সিদ্ধপীঠ তারাপীঠে কৌশিকী আ্যমবসায় হাজার হাজার মানুষের ঢল নামে। তাঁদের নিরপত্তার জন্য মোতায়নে থাকে পুলিশ, আর সেই পুলিশের সুরা পান করার পর বেসামাল ভিডিও সোস্যাল মিডিয়াতে ভাইরাল। কি করছেন দেখুন।

Birbhum Tarapith Mandir Police Viral

Advertisement