ভালবেসে বউকে উপহার দিতে গিয়ে বিপত্তি। পুলিশের হাতে আটক হতে হল যুবককে। চর্চায় বীরভূমের আর এক 'বাদ্যকর'। ঘটনার সূত্রপাত ২৪শে ডিসেম্বর রাতে। সিউড়ি শহরের সার্কিট হাউস লাগোয়া এক এলইডি বোর্ডে 'আমার ভালবাসার সিউড়ি' থেকে লাভ চিহ্নটি চুরি যায়। অভিযোগ দায়ের হয় সিউড়ি থানায়। তদন্তে নেমে মহম্মদবাজার থেকে বাপন বাদ্যকর নামে এক যুবককে আটক করে পুলিশ। পুলিশের কাছেই ওই যুবক স্কীকার করেন স্ত্রীকে উপহার দেওয়ার জন্য লাভ চিহ্নটি চুরি করেছিলেন তিনি। কিন্তু তা তাঁর স্ত্রীর কপালে জোটেনি। মাঝ রাস্তাতেই ভেঙে যায় সেটি। এখানেই শেষ নয়। পুলিশ তাকে আটক করলেও বউয়ের প্রতি ভালবাসা দেখে অবাক হয়ে যান সকলে। তাই তাঁর মনের ইচ্ছে পূরণ করতে পুলিশ ও সিউড়ি পুরসভার চেয়ারম্যান তাঁকে একগুচ্ছ গোলাপ কিনে দেন। যা থানার বাইরেই ফিল্মি কায়দায় বউকে উপহার দেন তিনি। পাশাপাশি বউয়ের পায়ে হাত দিয়ে শপথ করেন আর কোনও দিন চুরি করবেন না। পরে ওই যুবককে ছেড়ে দেয় পুলিশ।