একটি অফিসের অনলাইনে মিটিংয়ে চলছে। যেখানে একজন সিনিয়র তার জুনিয়রকে বলে যে যদি পরবর্তী রিপোর্ট আসতে দেরি হয় তাহলে নাকি তাকে সপ্তাহের শেষে ছুটির দিনে থাকতে হবে এবং কাজ করতে হবে। আর সেই কথাতেই জুনিয়র রেগে বোম। জুম মিটিংয়ে সিনিয়র-জুনিয়রের এই ভিডিও সম্প্রতিকালের নয়। বেশ পুরনো। তবে সম্প্রতি ফের টেন্ডিং-এ উঠে এসেছে এই ভিডিওটি।
Boss insulted by junior goes viral